স্ত্রী সহবাসের কারনে রোগ বৃদ্ধির কারনের প্রেসক্রিপশান

স্ত্রী সহবাসের কারনে রোগ বৃদ্ধির হোমিওপ্যাথিক সমাধান

এই রোগে ব্যবহৃত হোমিওপ্যাথিক ঔষধসমুহের লক্ষণ ভিত্তিক আলোচনা।

এ্ম্ব্রাগ্রেসিয়া (Ambragrisea):স্ত্রী সহবাস কালে হাাঁপানীর টানের মত শ্বাসটান ,বুক ধড়ফড় ইত্যাদি যে রোগীর মাঝে পাওয়া যাবে তার জন্যে এম্ব্রাগ্রেসিয়া অত্যন্ত উপযোগী ঔষধ।

এগারিকাস(Agaricus):সহবাসের পরে কোন রোগীর শরীরে যে রোগ যন্ত্রনা ছিল তাহা বৃদিধ পাইলে এগারিকাস তার জন্য প্রয়োজনীয় ঔষধ।

কোবাল্টাম(Cobaltum):হস্তমৈথুন বা স্বপ্নদোষ,স্ত্রীসহবাস যে কোনভাবেই ধাতুপতনের পরে কোমর বেদনা হলে কোবাল্টাম বিশেষ প্রয়োজন।যদি জানতে পারেন যে রোগী বসিয়া থাকিলে বেদনা বৃদ্ধি কিন্তু নড়াচড়া করলে আরাম বোধ হয় তবে সেই রোগীর জন্য কোবাল্টাম উপযোগী।

ক্যালকেরিয়া কার্ব(Calceria Carb):মোটা থলথলে রোগী অর্থাৎ ক্যালকেরিয়া কার্ব এর ধাতুরলক্ষণ বিশিষ্ট রোগীর স্ত্রী সহবাসের পরে মাথা ঘুরলে ও বেদনা করলে ক্যালকেরিয়া অব্যার্থ ঔষধ।

মস্কাস(Moscus):স্ত্রীসহবাসের পরে বমিবমি ভাব হলে সেই রোগীর জন্য মস্কাস উপযোগী।বিশেষ করে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আরো উপযোগী।

সেবাল সেরু(Sabal serru)স্ত্রী সহবাসের পরে পিঠে বেদনা করলে সেই রোগীর ক্ষেত্রে সেবাল সেরু উপযোগী।

কেলি বাইক্রম(Kali bichrom)ডাঃ নন্দি মহাশয়ের মতে স্ত্রীসহবাসের পড়ে রোগযন্ত্রনা বৃদ্ধি পাইলে কেরি বাইক্রম উপযোগী।

এরান্ডো(Arundo)স্ত্রী সহবাসের পরে রোগীর শ্বাসটান বৃদ্ধিতে এরান্ডো উপযোগী ঔষধ।

ষ্ট্যাফিসেগ্রিয়া(Staphysagria)অসহিষ্ণু স্বভাব,অতিশয় উত্তেজিত মেজাজের রোগী অভিমানী,মনে চাপিয়ে রাখে,কাহারো কাছে প্রকাশ করেনা,মনের কষ্ট চাপা রাখে এই রোগীর জন্য ষ্ট্যাফিসেগ্রিয়া উপযোগী।যে রোগী শীতকাতর ও স্ত্রীসহবাসের পরে শ্বাসটানের উদ্ভব হলে নেই রোগীর জন্য ষ্ট্যাফিসেগ্রিযা উপযোগী।

বাইয়োকেমিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধসমুহের লক্ষণভিত্তিক আলোচনা:

ক্যালকেরিয়া ফস(Calcarea Phos)যে রোগী অত্যন্ত দুর্বর,রক্তহীন,রোগীর শরীর বেঙ্গে গেছে এরুপ রোগরি স্ত্রী সহবাসে রোগ যন্ত্রনা বাড়ে তবে ক্রালকেরিয়া ফস উপযোগী।

কেলি ফস(Kali phos)স্ত্রী সহবাসের সময় ও পরে রোগীর অত্যন্ত দুর্বরতা বোধ,মাথা ঘোড়ানী,বুকধড়ফড় করে তবে কেলি ফস উপযোগী।

যে কোন রোগ আরোগ্যের ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা একটি সদৃশবিধান নীতিতে উপযোগী ঔষধ প্রয়োগে করিতে পারিলে এই জটিল রোগ সহজেই আরোগ্র হয়।এ কাজটি একজন দক্ষ হোমিওপ্যাথিক ডাক্তারই সহজে করতে সক্ষম হয়।আমার লেখা পড়ে সহজ মনে করে একা একা চিকিৎসা করবেন না।আপনার লাভেব আশা হতাশায় যেতে পারে।

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435 ইমো 01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল

ইমেইল-dr.zaman.polash@gmail.com

ওয়েব সাইট www.zamanhomeo.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *