হস্তমৈথুনের ফলে কী ধরনের রোগ হতে পারে !!

হস্তমৈথুনের ফলে কী ধরনের রোগ হতে পারে- অতিরিক্ত হস্তমৈথুন্যের ফলে শক্তি হ্রাস সহ নানাবিধ শারীরিক সমস্যা হতে পারে।

যেমন :
১) শারীরিক ব্যথা এবং মাথা ঘোরা।

২) যৌন ক্রিয়ায় সাথে জড়িত স্নায়ুতন্ত্র দুর্বল করে দেয় অথবা ঠিক মত কাজ না করার পরিস্থতি সৃষ্টি করে।

৩) শরীরের অন্য অঙ্গ যেমন হজম প্রক্রিয়া এবং প্রসাব প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি করে।

৪) দৃষ্টি শক্তি দুর্বল করে দেয় এবং মাথা ব্যথা সৃষ্টি করে।

৫) হৃদকম্পনে দ্রুততা আসে।

৬) ব্যক্তি কোনো কঠিন শারীরিক বা মানসিক কাজ এর অসমর্থ, তিনি সাধারণত নির্জনতায় থাকতে চেষ্টা করে এবং তার জ্ঞান বৈকল্য হয়।

৭) কেউ কেউ হয়তো তোতলানো এবং কানে কম শোনা রোগে আক্রান্ত হতে পারেন।

৮) দ্রুত বীর্যস্থলনের প্রধান কারণ অতিরিক্ত হস্তমৈথুন্।

৯) হস্তমৈথুন পুরুষাঙ্গে ছিদ্র সৃষ্টি করতে পারে। যৌবনদীপ্ত, উদ্দাম বীরপুরুষ হতে তাই আর নয় হস্তমৈথুন।

 

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435
ইমো  01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল

ইমেইল– dr.zaman.polash@gmail.com

ওয়েব সাইটwww.zamanhomeo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *