ব্রস্ট ক্যান্সারে ভিটামিন-ডি

index
ডাঃ এস.জামান পলাশ

রক্তে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন-ডি থাকা স্তন ক্যান্সারের রোগীদের তুলনায় অপর্যাপ্ত ভিটামিন-ডি বিশিষ্ট স্তন ক্যান্সারের রোগীরা দ্রুত মৃত্যুর ঝুঁকি বহন করে। আমেরিকান সোসাইটি অব কিনিক্যাল অনকোলজী-এর সাম্প্রতিক আয়োজিত মিটিং-এ টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উপস্থাপিত এক গবেষণা প্রতিবেদনে রক্তে ভিটামিন-ডি এর মাত্রার সাথে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের জীবনের ঝুঁকির একটি তুলনামূলক সম্পর্ক তুলে ধরা হয়েছে। গবেষকগণ স্তন ক্যান্সারে আক্রান্ত ৫০ বছর বয়সী ৫১২ জন নারীর রক্তে বিদ্যমান ভিটামিন-ডি এর মাত্রা পরিমাপ করেন এবং ১২ বছর ব্যাপী তাদের অবস্থা পর্যবেণ করেন। গবেষণার প্রারম্ভিক রেকর্ড অনুযায়ী কেবলমাত্র ২৪ শতাংশ মহিলার রক্তে ভিটামিন-ডি পর্যাপ্ত পরিমাণে বিদ্যমান ছিল যেখানে প্রায় ৩৮ শতাংশ মহিলার রক্তে ভিটামিন-ডি এর ঘাটতি ছিল। এই গবেষণার ফলাফল হিসেবে দেখা গেছে যে, শুরুতে ভিটামিন-ডি এর অভাব থাকা মহিলাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের প্রকোপ দ্বিগুণ হারে বৃদ্ধি পায় এবং পর্যাপ্ত মাত্রায় ভিটামিন-ডি থাকা এই ক্যান্সারে আক্রান্ত মহিলাদের তুলনায় তাদের মৃত্যুর ঝুঁকিও শতকরা ৭৩ শতাংশ বেশি। prevencijaগবেষকদের মতে ‘এই প্রথমবারের মত স্তন ক্যান্সার বৃদ্ধির সাথে ভিটামিন-ডি এর একটা যোগসূত্র স্থাপন করা হয়েছে।’ তারা আরও বলেন বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই স্তন ক্যান্সার ডায়াগোনসিস এর সময় দেখা গেছে যে তাদের রক্তে ভিটামিন-ডি এর পরিমাণ অপর্যাপ্ত ছিল। সর্বোপারি গবেষকগণ স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীদের রক্তে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন-ডি নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎসসমূহের মধ্যে দুধ, পনির, মাছের তেল ও কডলিভার অয়েল ইত্যাদি উল্লেখযোগ্য। আর এ সকল খাবার হতে প্রাপ্ত স্টেরয়েড সূর্য রশ্মির সংস্পর্শে ভিটামিন ডি-২ ও ডি-৩ এ পরিণত হয়। তাই এ সকল খাবার গ্রহণ করার মাধ্যমে ভিটামিন ডি এর অভাব পূরণ করতে পারি।

================================

ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435
ওয়েব সাইট –www.zamanhomeo.com
ব্লগ–https://zamanhomeo.com/blog
ফেসবুক–https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *