মোটা বাবার মেয়েদের ডায়াবেটিসের আশঙ্কা <<<< পর্ব-5

>>>>>>>>> মোটা বাবার মেয়েদের ডায়াবেটিসের আশঙ্কা <<<<পর্ব-5
*************** ডাঃ এস.জামান পলাশ **************

ডায়াবেটিস রোগের সঙ্গে কমবেশি সবাই পরিচিত। ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে মানুষের সতর্কতার শেষ নেই। আবার যারা এ রোগে আক্রান্ত তাদের নিয়ম…িত মেনে চলতে হয় হাজাররকম বিধি-নিষেধ। ডায়াবেটিস থেকে পরিত্রাণ খুঁজতে চিকিৎসাবিজ্ঞানীরাও থেমে নেই। চলছে একের পর এক গবেষণা। সম্প্রতি বিজ্ঞানীরা প্রকাশ করলেন 64111_583835001635545_1845314110_nডায়াবেটিস নিয়ে তাদের নতুন গবেষণার ফল। জানালেন, যেসব বাবা বেশি পরিমাণে চর্বিজাতীয় খাবার খান তারা তাদের মেয়েদের অধিক হারে ডায়াবেটিসের ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছেন। পারিপাশ্বর্কি নানা কারণে এমন গবেষণা মানবদেহে চালানো কঠিন, তাই গবেষণাটি করা হয়েছে ইঁদুরের দেহে। গবেষণার ফল প্রকাশ করা হয় ‘নেচার’ নামক সাময়িকীতে। সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্গারেট মরিস বলেন, “এই গবেষণার ফল যদি মানুষের শরীরেও সঠিক প্রমাণিত হয়, তবে ডায়াবেটিস রোগের সংক্রমণের েেত্র অতিরিক্ত মোটা হওয়ার প্রভাব রয়েছে বলে নিশ্চিত হওয়া যাবে।” এর আগে গবেষণায় অনাগত সন্তানের ওপর গর্ভবতী নারীদের দেহের ওজন এবং স্বাস্থ্যের প্রভাব ল করা গেছে; কিন্তু এবার পিতার স্বাস্থ্য এবং জীবনযাত্রারও এেেত্র গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে দেখা যাচ্ছে। তিনি আরো বলেন, ‘এই ফল থেকে এটা স্পষ্ট, গর্ভধারণের সময় পিতা-মাতা উভয়ের বিপাকক্রিয়া, সুস্থতা, রক্তে গুকোজের পরিমাণ এবং দেহের ওজন সন্তানের ওপর প্রভাব ফেলতে পারে।’ প্রধান গবেষক একই বিশ্ববিদ্যালয়ের শিউ ফ্যাঙ জানান, এই গবেষণায় জিনগত দিক থেকে একই ধরনের দুইদল পুরুষ ইঁদুর নেওয়া হয়েছিল। এদের একদলকে নিয়মিত উচ্চ চর্বিযুক্ত খাবার দেওয়া হতো। অন্য দলটিকে দেওয়া হতো স্বাভাবিক খাবার। দেখা গেছে, প্রথম দলের ইঁদুরগুলো অতিরিক্ত মোটা এবং ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে। এখানেই শেষ নয়, এই দুইদল ইঁদুরের পরবর্তী প্রজন্মের ওপর গবেষণায় দেখা গেছে, মোটা এবং ডায়াবেটিসে আক্রান্ত পুরুষ ইঁদুরগুলোর মেয়ে সন্তানদের দেহে ১৩তম সপ্তাহেই ধরা পড়েছে ডায়াবেটিসের লণ।

ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *