ব্যথা যখন কোমর থেকে পায়ে ছড়ায়

2_206048সায়টিকা সম্পর্কে অনেক ক্ষেত্রে আমাদের ভুল ধারণা রয়েছে। শরীরের যে কোনো জায়গায় ব্যথা হলেই সেটা সায়টিকার জন্য হয় না।

সায়টিকা কী
আমাদের শরীরে সায়টিক নামের একটি নার্ভ বা স্নায়ু রয়েছে যার অবস্থান আমাদের মেরুদণ্ডের কোমর বা লাম্বার স্পাইনের শেষ দিকের কশেরুকা বা ভাটিব্রা৩, ৪, ৫ এবং সেকরাল স্পাইনের এস ১ কশেরুকা বা ভাটিব্রা থেকে উরুর পিছন দিক দিয়ে হাঁটুর নিচের মাংসপেশীর মধ্যে দিয়ে পায়ের আংগুল পর্যন্ত বিস্তৃত। যখন কোনো কারণে এ নার্ভ বা স্নায়ুর ওপর চাপ পড়ে তখন এ নার্ভ বা স্নায়ুর ডিস্ট্রিবিউশন অনুযায়ী ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যায়, একে মেডিকেল পরিভাষায় সায়টিকা বলা হয়।
সায়টিকার লক্ষণ
* কোমর ব্যথা
* ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যায়
* অনেকক্ষেত্রে কোমরে ব্যথা থাকে না কিন্তু উরুর পিছন দিক থেকে শুরু করে হাঁটুর নিচের মাংসপেশীর মধ্যে ব্যথা বেশি করে
* বিশ্রামে থাকলে বা শুয়ে থাকলে ব্যথা কম থাকে কিন্তু খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে কিংবা হাঁটলে ব্যথা বেড়ে যায়
* এমনকি কিছুক্ষণ হাঁটলে আর হাঁটার ক্ষমতা থাকে না, কিছুটা বিশ্রাম নিলে আবার কিছুটা হাঁটতে পারা যায়
* আক্রান্ত পা ঝিন ঝিন বা অবশ অবশ ভাব অনুভূত হয়
* কখনও আক্রান্ত পায়ে জ্বালাপোড়া অনুভুত হয়।
রোগ নির্ণয়
রোগ নির্ণয়ের ক্ষেত্রে রোগীর ইতিহাস ও ক্লিনিক্যাল এক্সামিনেশনের পাশাপাশি লাম্বো-সেকরাল স্পাইনের এমআরআই (ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং) করার প্রয়োজন পড়ে।
চিকিৎসা

চিকিৎসা – দ্রুত কোনো বালো হোমিওপ্যাথ চিকিৎসকের চিকিৎসা নিন,তাহলে এ রোগ থেকে মুক্তি পাবেন।
পরামর্শ
* সামনের দিকে ঝুঁকে ভারী কিছু উঠাবেন না
* শক্ত বিছানায় ঘুমাবেন
* ভ্রমণ বা কাজ করার সময় কোমরে বেল্ট ব্যবহার করবেন
* চিকিৎসকের নির্দেশিত ব্যায়াম করতে হবে।

ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435

★ পোস্ট ভাল লাগলে লাইক ★ শেয়ার করে পেইজে একটিভ থাকুন

( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *