পা জ্বালাপোড়া করলে…

untitled-4_147315

পা জ্বালাপোড়া করা বা বার্নিং ফিট সিন্ড্রোম অপরিচিত কোনো রোগ নয়। আমাদের মধ্যে অনেকেই এই সমস্যায় ভুগছেন। তবে ২০ থেকে ৪০ বছর বয়সে এবং ৫০ বছরের ঊধর্ে্ব যে কেউ এ রোগে আক্রান্ত হয়। পুরুষের তুলনায় মেয়েরা এ রোগের শিকার হয় বেশি। পায়ের তলা ছাড়াও গোড়ালি, পায়ের ওপরিভাগ ও লেগে জ্বালাপোড়া ও ব্যথা হতে পারে। অনেক সময় পায়ের রঙ পরিবর্তন হয়, অতিরিক্ত ঘাম হয় এবং পা ফুলে যায়। চাপ প্রয়োগ করলে কোনো ব্যথা অনুভূত হয় না। মাঝেমধ্যে অস্বাভাবিক অনুভূতি ও অবশভাব হয় । জ্বালা ও ব্যথা রাতে বেড়ে যায় এবং প্রায়ই ঘুমের বেঘাত ঘটায়। সকালেও ঘুম থেকে ওঠার পর এ ধরনের উপসর্গ থাকে না।
পা জ্বালাপোড়া করার কারণ :

১. ভিটামিন বি-এর উপাদান যেমন থায়ামিন (বি-১), পাইরোডোক্রিন (বি-৬), সায়ানোকোবালামিন (বি-১২), নিকোটানিক এসিড ও রাউবোফ্ল্যাভিনের অভাবে পা জ্বালা এবং ব্যথা করে।

২. পরিবর্তিত বিপাকীয় ও হরমোনের সমস্যা (ডায়াবেটিস, হাইপোথাইরোডিসম)।

৩. কিডনি ফেইলুর (হিমোডায়ালাইসিস রোগী)।

৪. যকৃৎ (লিভার) ফাংশন খারাপ।

৫. কেমোথেরাপি।

৬. দীর্ঘদিন ধরে অতিরিক্ত মদপান।

৭. ইলফিটিং বা ডিফেক্টিভ জুতা পরিধান।

৮. এলার্জিজনিত কাপড় ও মোজা ব্যবহার করা।

৯. বংশানুক্রমিক অসঙ্গত স্নায়ু পদ্ধতি।

১০. স্নায়ু ইনজুরি, অবরুদ্ধ (ইনট্রাপমেন্ট) ও সংকোচন (কমপ্রেসন)।

১১. মানসিক পীড়ায় আক্রান্ত ব্যক্তিও এ ধরনের পরিস্থিতির শিকার হয়।
করণীয় :

দ্রুত কোনো ভালো হোমিও ডাক্তারের পরার্শ নিন। সমস্যা্ সমাধান হয়ে যাবে।

========================

ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435

★ পোস্ট ভাল লাগলে লাইক ★ শেয়ার করে পেইজে একটিভ থাকুন

( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *