বোন ক্যান্সারের লক্ষণ

resize65402
প্রাণঘাতী রোগ ক্যান্সার কখনও কাউকে জানান দিয়ে আসে না। কিন্তু কিছু লক্ষণ প্রকাশ করার মাধ্যমে জানান দিয়ে যায়। একটু সচেতন থাকলেই লক্ষণগুলো ধরতে পারবেন। এবং বিজ্ঞানের উন্নতির জন্যই অনেক সময় প্রাথমিক অবস্থায় ধরা পড়লে নিরাময় সম্ভব হয়।

বোন ক্যান্সার হল ম্যালিগন্যান্ট টিউমার যা স্বাভাবিক বোন টিস্যুগুলিকে নষ্ট করে দেয়। হাড়ের মধ্যে বাসা বাঁধে এই মারণব্যাধি। মূলত শিশু ও বয়স্কদের মধ্যে বোন ক্যান্সার দেখা যায়। তবে কী কারণে বোন ক্যান্সার হয়, তা এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

তবে লক্ষণগুলো জেনে নিন, সতর্ক থাকুন।

১. হাড়ের ভেতর অসহ্য যন্ত্রণা। প্রথমে একটা জিলিক দিয়ে ব্যথা। তারপর অসহ্য যন্ত্রণা।index

২. হঠাত্ করে কোনও জায়গা পুঁজ জমে যাওয়ার মত ফুলে ওঠা।

৩. আচমকা হাড় ভেঙে যাওয়া।

৪. হাঁটতে-চলতে, নড়চড়ায় অসুবিধা হওয়া।

৫. ওজন কমে যাওয়া।

৬. ফ্যাটিগ, আলসে ভাব।

৭. ঘন ঘন জ্বর।

৮. অ্যানিমিয়ায় ভোগা।

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435 //01670908547
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
ওয়েব সাইট –www.zamanhomeo.com
ব্লগ–https://zamanhomeo.com/blog

Face Book page : ( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *