অতি চঞ্চল ও অমনোযোগী শিশু

154487_183

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ

অতি চঞ্চলতা বা কোনো বিষয়ে মনোসংযোগে অপারগতা একটা মানসিক রোগ। অল্প বয়স থেকেই এ রোগ শুরু হয়। তবে ৬-১২ বছর বয়সে সমস্যা বেশি ধরা পড়ে। কারণ এ সময় শিশু স্কুলে যেতে আরম্ভ করে- ফলে রোগের লক্ষণ প্রকাশ হওয়ায় তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। স্কুলগামী শিশুদের মধ্যে শতকরা ৩-৭ জন এ অসুস্থতায় ভোগে। এ রোগের উপসর্গগুলোকে তিনটি গুচ্ছে ভাগ করা যায়- অমনোযোগিতা, ঝোঁক প্রবণতা ও অতি চঞ্চলতা।

অমনোযোগিতা : এ উপসর্গটিই বেশি দেখা যায়। শিশু কোনো কিছুতেই মনোযোগ দিতে পারে না। ফলে শিশু কিছু মনে রাখতে পারে না। কোনো কিছু গুছিয়ে বলতে বা করতে পারে না। সব কিছুতেই উদাসীন ভাব হয়। কোনো কাজ শুরু করতে সমস্যা বোধ করে। শুরু করলেও শেষ করতে পারে না।

ঝোঁক প্রবণতা : এ সমস্যায় আক্রান্তরা কোনো কাজ শুরু করার আগে বেশি ভাবার কারণে কাজটি করতে পারে না। ঝোঁকের মাথায় কাজ করাটা এদের বৈশিষ্ট্য। এদের বিচার-বিশ্লেষণ ও সমস্যা সমাধানের ক্ষমতা কম থাকে। অন্য ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি ও তা ধরে রাখার ব্যাপারে তারা সমস্যার সম্মুখীন হয়।

অতি চঞ্চলতা : এ সমস্যায় আক্রান্ত শিশু অযথা গা-মোচড়া মোচড়ি করতে থাকে, অহেতুক দৌড়া-দৌড়ি, ঝাঁপাঝাঁপি, লাফালাফি করতে থাকে। অনেক সময় একা একা প্রচুর কথা বলে। এ শিশুরা অন্যদের সাথে খেলাধুলা করতে পারে না।

কারণ : নিশ্চিতভাবে এ রোগের কোনো কারণ চিহ্নিত করা না গেলেও এ রোগটি বংশ পরম্পরায় হয়ে থাকে। গর্ভকালে মায়ের মদ ও সিগারেট পানের সাথে শিশুর এ রোগের একটা সম্পর্ক আছে বলে গবেষণায় দেখা গেছে।

চিকিৎসা : এ সমস্যার জন্য দ্রুত কোনো ভালো হোমিওপ্যাথ ডাক্তারের পরার্মশ নিন।

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435 //01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

★ পোস্ট ভাল লাগলে লাইক ★ শেয়ার করে পেইজে একটিভ থাকুন
Face Book page : ( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *