নাকের পলিপ

2

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ

নাক, কান ও গলা এ তিনটি অংশের যে কোনো একটি অথবা একত্রে তিনটিই রোগাক্রান্ত হতে পারে। কোনো মানুষের রক্তের ঊংড়হড়ঢ়যরষ এবং ঝবৎঁস ওএঊ-এর পরিমাণ বাড়তে থাকলে এমনিতেই ঠাণ্ডা, হাঁচি, সর্দি লেগে যায়। এক পর্যায়ে নাকের ভেতরের মাংস ও টনসিল বৃদ্ধি হয় এবং সব শৈষ্মিক ঝিলিগুলোতে অ্যালার্জিক প্রদাহ সৃষ্টি হয়। নাকের মাঝে ও কপালের চামড়ার নিচে ৮টি কুঠুরি/স্তর থাকে। এই কুঠুরিগুলোকে বলা হয় সাইনাস। ঈড়ষফ অষধৎমু কারণে এই সাইনাসগুলোতে প্রদাহের সৃষ্টি ও ইনফেকশন হয়। এই প্রদাহ ও ইনফেকশনজনিত সমস্যাকে সাইনোসাইটিস বলে। মাথার খুলির মধ্যে যে সাইনাস থাকে সেগুলোর বিশেষ ধরনের কাজ রয়েছে। এসব সাইনাস মাথার মধ্যে অবস্থিত বাতাসকে উষ্ণ ও আর্দ্র বায়ুতে কাজ করে মাথাকে হালকা রাখে ও খুলির বিভিন্ন অঙ্গকে বিভিন্ন সমস্যা থেকে রা করে।5
সাইনাসাটিস দুই ধরনের হয়। একটি (নতুন) অর্থাৎ তীব্র প্রদাহযুক্ত সাইনাস অন্যটি (পুরনো)। এটি দীর্ঘদিনের, এর প্রদাহটা সাধারণত আস্তে আস্তে হয়। সাইনোসাইটিস সাধারণত ঠাণ্ডা ও ভেজা স্যাঁতসেঁতে পরিবেশ ও ধুলাবালি ধোয়াযুক্ত পরিবেশে বেশি দেখা যায়। বিভিন্ন কারণে সাইনোসাইটিস হতে পারে। যেমন : নাকের ইনফেকশন, নাকের ভেতর ঝিলির প্রদাহ, নাকের মাংস বাড়া, ব্যাকটেরিয়াজনিত কারণ, এছাড়া দূষিত পানি ব্যবহারেও সাইনোসাইটিস হতে পারে।
সাইনোসাইটিসের কারণে নাকের পলিপাস (নাকে মাংস ও বাড়া উঘঝ) ও নাকের হাড্ডি বাড়ে।সাধারণত সাইনোসাইটিসে আক্রান্ত বেশিরভাগ রোগীরই নাকের ভেতর মাংস বাড়ে। সেেেত্র প্রথমে চড়ষরঢ়ং এর চিকিৎসা দিয়ে নাকের ২টা ছিদ্র ব্লক অবস্থান থেকে ফ্রি করে সাইনোসাইটিসের চিকিৎসা শুরু করা ভালো। এতে তাড়াতাড়ি ভালো ফলাফল আশা করা যায়।
সাধারণত এ্যালোপ্যাথিতে অপারেশন ও সিরিঞ্জ দ্বারা পানি ঢুকিয়ে ওয়াসের মাধ্যমে সাইনোসাইটিসের চিকিৎসা দিয়ে থাকেন। এেেত্র দেখা যায়, বছরে কমপে দুইবার এ ধরনের ওয়াসের মতো কষ্টকর ট্রিটমেন্ট নিতে হয়। এটি রোগীর জন্য দীর্ঘ সময় ও ব্যয়সাপে চিকিৎসা।
হোমিওপ্যাথি চিকিৎসায় প্রথমে লণ অনুযায়ী এর্লাজির ওপর চিকিৎসা দিয়ে ৪/৬ মাসের চিকিৎসায় সাইনোসাইটিসের তীব্র কষ্টকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব

==========================

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435 // 01670908547
ইমু 01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

★ পোস্ট ভাল লাগলে লাইক ★ শেয়ার করে পেইজে একটিভ থাকুন
Face Book page : ( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *