বাচ্চা যখন বিছানায় প্রস্রাব করে

1471932_605030126223174_925707754_n copy
ডাঃ এস.জামান পলাশ

বিছানায় প্রস্রাব করা এ রোগের এ্যালপ্যাথি কোনো চিকিৎসা নাই।হোমিওপ্যাথি একেমাত্র চিকিৎসা ।যে বাচ্চা বিছানাতে প্রস্রাব করে তার প্রস্রাব এর সময় ও লন অনুযায়ী ওষুধ দিলে রোগ ভালো হওয়াটা নিশ্চিত কোনো প্রকার সন্দেহ নাই।
সাধারণত বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা স্বাভাবিক; কিন্তু এটি সমস্যায় পরিণত হবে যখন
* বাচ্চার বয়স ছয় বছর বা তার বেশি হবে এবং প্রায় প্রতি রাতেই বিছানায় প্রস্রাব করবে।
* বাচ্চা এ ব্যাপারে সচেতন হয়ে উঠলে।
কী করবেনঃ-
* প্রতি রাতে ঘুমানোর আগে বাচ্চাকে বাথরুম ব্যবহার করার কথা স্মরণ করিয়ে দিন।
* ঘুমানোর আগে বাচ্চার পানি বা পানিজাতীয় খাবারের পরিমাণ কমিয়ে দিন।
* বাচ্চাকে চা, কফি বা কোকোকোলা-জাতীয় খাবার দেওয়া থেকে বিরত থাকুন। কারণ এই পানীয়গুলো অধিক মূত্র তৈরিতে সাহায্য করে।
* যদি বাচ্চা এক ঘণ্টার বেশি ঘুমিয়ে থাকে, তবে আপনি ঘুমানোর আগে বাচ্চাকে ঘুমন্ত অবস্থায়ই প্রস্রাব করানোর চেষ্টা করুন।
* যদি কখনো বাচ্চা বিছানায় প্রস্রাব না করে, তবে তাকে প্রশংসা করুন।কিন্তু প্রস্রাব করলে কখনো তার সঙ্গে রাগ করবেন না বা তাকে বকবেন না। কারণ এতে ফল উল্টো হয়। বাচ্চার ওপর মানসিক চাপ পড়ে।
* যদি বাচ্চার প্রস্রাব করার সময় ব্যথা হয় কিংবা প্রস্রাবের সঙ্গে রক্ত বা পুঁজ পড়ে, তবে ডাক্তার দেখান।
প্রতিরোধ
বাচ্চাদের প্রস্রাবের ব্যায়াম করালে কোনো কোনো সময় ভালো ফল পাওয়া যায়, যেমন- প্রস্রাবের অনুভূতি বোধ করলে প্রস্রাব না করে পাঁচ থেকে ছয় মিনিট ধরে রেখে তারপর প্রস্রাব করা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *