গর্ভধারণের আগেই দেখে নিতে পারবেন আপনার শিশুকে

=1453244_692910194084869_714983145_n
এবার গর্ভধারণের আগেই আপনি দেখতে পারেন আপনার শিশুকে। গবেষকরা আবিষ্কার করেছেন এমনই এক প্রযুক্তি, যার দ্বারা মা-বাবার ডিএনএর মিশ্রণে তৈরি করা যাবে ডিজিটাল ভ্রুণ। নতুন এই প্রযুক্তির নাম ম্যাচরাইট টেকনোলজি। কী ধরনের বংশগত রোগ শিশুর মধ্যে সঞ্চারিত হতে পারে তাও জানা যাবে এই পদ্ধতির সাহায্যে।
মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি ফার্টিলিটি ক্লিনিকে এই প্রযুক্তির সুবিধা পাওয়া যাবে। এই প্রযুক্তি দ্বারা শিশুর চোখ, ত্বকের রং, উচ্চতা ও কোমরের মাপও জানা যাবে। প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষক লি সিলভার জানালেন, এই প্রযুক্তি দ্বারা ভ্রূণ বংশগত রোগের বাহক কি না তা জানা যাবে। সিস্টিক ফাইব্রোসিস বা টে স্যাচ রোগের মতো বিরল কিছু জিনগত রোগ বাতলে দেবে এই প্রযুক্তি।
বর্তমানে গর্ভধারণের পর ডিএনএন স্ক্রিনিং পদ্ধতির সাহায্যে ভ্রূণের রোগ সম্পর্কে জানা যায়। কিন্তু পদ্ধতির সাহায্যে গর্ভধারণের আগেই তা জানা যাবে।

জিনিউজ

==========================================

ওয়েব সাইট –www.zamanhomeo.com
ব্লগ–https://zamanhomeo.com/blog

( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *