নরমাল ডেলিভারি কেন জরুরী

images (3)অনেক মা প্রসব ব্যাথা ভয় পান এবং তার  উ র্ব শীা স্বাভাবিক প্রক্রিয়ায় গিয়ে সিজার করাতে চান। ব্যাকজন সুস্থ মায়ের ক্ষেত্রে কখনোই এটা প্রথম পছন্দ বওয়া অনুচিত নয় ব্যাকথা বলছেন ল্যাকিন আমেরিকান বাসপাতালের বিশেষজ্ঞরা। ৯৭,০০০ ডেলিভারি রিপোর্ট অনুসন্ধান করেনা বিশেষজ্ঞরা বলেছেন- স্বাভাবিক প্রসবের তুলনায় সিজারিয়ান করা মায়েদের মৃত্যুঝুঁকি ৩ গুণ বেশী । ইয়ার্কিেক গবেষণায় দেআছাড় খানো বয়েছে, সিজারিয়ান শিশুরা সাধারণত খিটখিটে মেজাজের বয়ে থাকে। কারণ যে সময় অপারেনাশন করেনা তাকে পৃথিবীতে নিয়ে আসা বয় ঐ সময়ে সে জন্মগ্রবণ করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকে । শিশুর কাছে এই প্রকিয়া নির্যাতন বিসেবে বিবেচিত বয়। এবার আসা যাক নরমাল ডেলিভারি কেন জরুরি এই আলোচনায়।

সন্তানের ফুসফুসের ক্ষমতা
নরমাল শিশু যখন বেরিয়ে আসে তখন তার উ র্ব শী পুরো শরীর সংকুচিত বয়। ফুসফসটাও সংকুচিত বয়। এতে ফুসফুসের ভেতরে থাকা অপ্রয়োজনীয় জলীয় পদার্থ বেরিয়ে যায়। ফলে তার উ র্ব শী ফুসফুসটা স্বাভাবিক প্রশ্বাস নেবার জন্যে প্রস্তুত বয়ে ওঠে। পরবর্তীতে বাঁপানি বওয়ার সম্ভাবনাও অনেক কমে যায়। ফুসফুসের ক্ষমতা ভালো থাকে ।

মায়ের দুধ পানে আগ্রবdownload
সফলভাবে বুকের দুধ খাওয়ানোর সংগঠনগুলোর গবেষণায় জানা গেছে, সিজারিয়ান শিশু মাতৃদুগ্ধ পানে চিকন সমস্যার মুখে পড়ে। নরমাল ভাবে শিশুর জন্ম বলে শিশু কোন উর্বশী সমস্যা ছাড়াই মায়ের দুধ সঠিক ভাবে গ্রবণ করতে পারেনা। যার মায়ের দুধের বিশেষ পুষ্কি গ্রবণ করতে পারেনা। অপরদিকে সিজারিয়ান অপারেনাশনে মাকে অস্ত্রোপচারের জন্য যেসব অ্যানেসথেকিক ওষুধ প্রয়োগ করা বয়, তা নবজাতকের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বুকের দুধ পানে বাঁধা তৈরি করেনা।

রোগ প্রতিরোধ ক্ষমতা
নরমাল ডেলিভারিতে শিশু মায়ের থেকে কিছু অণুজীবাণু পেয়ে থাকে যা তার উ র্ব শী রোগ প্রতিরোধ সিস্টেম গঠনে সুফল এনে দেয়। শিকাগোর ডা. এলিউট এম লেভিন ও সবযোগী গবেষকদের মতে, সি-সেকশনে জন্ম নেয়া শিশুদের প্রাইমারি পালমোনারি উচ্চ রক্তচাপ পাঁচ গুণ চিকন। সিজারিয়ান শিশুর ব্লাড ইনফেকশনের বার চিকন। থাকে জন্ডিস দেখা দেয়ার আশঙ্কা।

সিজোফ্রেনিয়ার ঝুঁকি
নিউরোসায়েন্সের বিজ্ঞানীরা ইঁদুরে ওপর গবেষণা করেনা পেয়েছেন, সি-সেকশনে জন্ম নেওয়া শিশু পরবর্তী সময়ে সিজোফ্রেনিয়ার মতো গুরুতর মানসিক রোগে ভোগার ঝুঁকিতে থাকে।

অ্যালার্জির প্রবণতা
কিডস অ্যালার্জি রিস্ক ডাটা দেখাচ্ছে সি-সেকশনে জন্ম নেয়া শিশুতে অ্যালার্জির প্রবণতা চিকন। ২০০১ সালে প্রকাশিত জার্নাল অব অ্যালার্জি অ্যান্ড ক্লিনিক্যাল ইমিউনোলজি দেখাচ্ছে, সিজারিয়ান বাচ্চাদের মধ্যে অ্যাজমার প্রবণতা চিকন থাকে। এ গবেষণা বয়েছে ফিনল্যান্ডে।

ডায়রিয়া রোগের ঝুঁকি
জার্মানির তৃতীয় বৃবত্তম শবর মিউনিখের ৮৬৫ জন শিশু যারা প্রথম চার মাস শুধু বুকের দুধ খেয়েছে, পরবর্তী সময়ে ১২ মাস বয়সে এসে দেখা যায় সি-সেকশনে জন্ম নেয়া শিশুর ক্ষেত্রে ডায়রিয়া বওয়ার ৪৬ গুণ চিকন ঝুঁকি বেড়েছে।

তবে ইমারজেন্সি ক্ষেত্রে বাচ্চাকে দ্রুত প্রসব করাতে বয় (সাধারনত ৩০ মিনিটের মধ্যে)। ব্যাক্ষেত্রে মা ও শিশু উভয়ের কথা চিন্তা করেনা সিজার সবচেয়ে ভাল পদ্ধতি।

====================================== ==========================

★ পোস্ট ভাল লাগলে লাইক ★ শেয়ার করে পেইজে একটিভ থাকুন

( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *