গোপনাঙ্গে এলার্জি

বিব্রতকর ও বিপজ্জনক সমস্যা

যোনিপথ বা ভ্যাজাইনা মহিলাদের শরীরের একটি শক্তিশালী অঙ্গ। এটাকে শুধু যৌনাঙ্গ বললে ভুল বলা হবে। চিন্তা করুন, একটি পুরো মানব শিশু এ অঙ্গের মাধ্যমেই শরীরের ভেতর থেকে এ পৃথিবীতে নেমে আসে। তবে এ অঙ্গটি অত্যন্ত স্থিতিস্থাপক ও শক্তিশালী হলেও একই সঙ্গে শরীরের অন্যতম স্পর্শকাতর অঙ্গ এটি। প্রথমত যোনিপথের ভেতরের ত্বকের দিকে তাকানো যাক। এ ত্বক অনেক বেশি ছিদ্রযুক্ত। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রস নিঃসরণকারী অনেকগুলো গ্রন্থি। কোন ধরনের এলার্জিকণা যোনিপথের সংস্পর্শে এলে খুব সহজে শোষিত হয়ে এলার্জি ঘটিত বিক্রিয়া ঘটায়। এলার্জির কারণে নানা ধরনের উপসর্গ সৃষ্টি হয়, যেমন- চুলকানি, লালচে রঙ ধারণ করা, জ্বালাপোড়া ইত্যাদি। অনেক সময় এ এলার্জি তীব্র রূপ ধারণ করে।

ক্ষেত্রবিশেষে এলার্জিকণার সংস্পর্শে আসামাত্রই এলার্জি তীব্রভাবে ছড়িয়ে পড়তে পারে। এখন দেখা যাক, কি কি বস্তুকণার সংস্পর্শে এলার্জি হয়: *বীর্য: অবিশ্বাস্য হলেও সত্যি যে, পুরুষের বীর্য অনেক নারীর এলার্জির কারণ। মেডিকেলের পরিভাষায় এটাকে ‘সেমিনাল ফ্লুইড হাইপার সেন্স সিটিভিটি’ বলা হয়। এক্ষেত্রে পুরুষের বীর্য স্খলনের সঙ্গে সঙ্গেই এলার্জিজনিত বিক্রিয়ায় যৌন পথ ফুলে যায় এবং তীব্র প্রদাহের সৃষ্টি হয়। এমনকি এলার্জির তীব্রতা খুব বেশি হলে অনেক রোগীকে হাসপাতালে ভর্তিরও প্রয়োজন হয়। 

প্রতিকার: বীর্য-এলার্জি সন্দেহ হলে কাল-বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। চিকিৎসক Skin Prick Test নামক একটি ত্বক পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করতে সক্ষম হন। পরীক্ষায় পজিটিভ ফল এলে চিকিৎসক বীর্যের স্পর্শ পরিহারের পরামর্শ দিয়ে থাকেন। 

*লেটেক্স কনডম: রাবার জাতীয় পদার্থের অন্যতম উপাদান লেটেক্স। এ বস্তুতে এলার্জি অনেক বেশি লক্ষ্য করা যায়। মোট জনগোষ্ঠীর ১ থেকে ৫ শতাংশ লোকই এ এলার্জির শিকার। লেটেক্সের কারণেই কনডম এলার্জি অনেক ক্ষেত্রে পরিলক্ষিত হয়। 

প্রতিকার: এক্ষেত্রেও এলার্জির মাত্রা মাঝারি থেকে তীব্র হতে পারে। কনডম ব্যবহার না করা অথবা লেটেক্সবিহীন কনডম ব্যবহার করা যেতে পারে। 

প্রতিকার: এলার্জি থাকলে সঠিক ডিটারজেন্ট, সুগন্ধি ইত্যাদির জন্য ভালো একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

রঙ এলার্জি: যোনি পথে ব্যবহৃত অনেক বস্তুতে রঙের ব্যবহার হয়, যেমন টয়লেট পেপার বা সাবান। প্রতিটি রঙে কিছু কেমিক্যাল থাকে যা অনেকের ক্ষেত্রেই তীব্র এলার্জির কারণ। 

প্রতিকার: যোনি পথের ত্বকে যেকোনো রঙিন বস্তুকণার সংস্পর্শ যথা সম্ভব এড়াতে হবে

প্রভাষক ডা. এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435
 01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল

ইমেইল- dr.zaman.polash@gmail.com

ওয়েব সাইটwww.zamanhomeo.com