নাক মুখ চেপে হাঁচি নয়

হুটহাট হাঁচি পেয়ে বসে৷ এই ধরুন কথা বলছেন, হাঁচি পেয়ে বসলো৷ প্রায়শই কোনো না কোনো অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতেই হয়। এখন আর উপায় কি? নাকের ফুটো দুটো চেপে ধরেন অনেকে। নিঃশ্বাস নেয়া বন্ধ করতে চান। অথবা হাতের তালু দিয়ে আড়াল করতে চান।

বর্তমান পরিস্থিতির বিচারে হাঁচি পাওয়াটা বেশ অস্বস্তিকর। তবে হ্যাঁ, হুটহাট হাঁচি পেয়ে বসলে নাক মুখ চেপে ধরা উচিত না। এতে আপনার ক্ষতি হতেই পারে। কিন্তু কি ধরণের ক্ষতি?

একবার ভেবে দেখেছেন কি? আপনি হাঁচি দিলে আপনার মুখ থেকে ১৬০ কিলোমিটার গতিবেগে বাতাস বের হচ্ছে। আপনি যখন মুখ চাপা দিয়ে থামাতে চান, তখন সেই বাতাস আপনার দেহে আলোড়ন সৃষ্টি করে। এতে আপনার কানের পর্দা ফেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হাঁচি পেলে শুধু মুখ আড়াল করার চেষ্টা করুন।

প্রভাষক ডা. এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435
 01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল

ইমেইল- dr.zaman.polash@gmail.com

ওয়েব সাইটwww.zamanhomeo.com