পাইল্স হয়েছে; বুঝবো কীভাবে

পাইল্স মূলত আমাদের পায়ুপথের ভেতরে ফুলে যাওয়া রক্তবাহী শিরা। আমাদের মলদ্বারের ভেতর ও বাহিরে রক্ত পরিবহনকারী শিরা (veins) থাকে, এই শিরাগুলো যদি কারণে ফুলে ওঠে, কিংবা বর্ধিত হয়ে মলদ্বারের বাইরে চলে আসে বা শিরা থেকে রক্তপাত হয় তখন তাকে পাইল্স বলে চিহ্নিত করা হয়। পাইল্স রোগটি ইংরেজিতে Hemorrhoids নামে পরিচিত। শুধু লোকলজ্জার কারণে আমরা এ রোগ হলেও তা দীর্ঘদিন নিজের মাঝেই পুষে রাখি। বেশ জটিল হলে প্রথমে পরিবারে কাছের মানুষের কাছে প্রকাশ করি, তারপর চিকিৎসকের শরণাপন্ন হই। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় শুধু দেরিতে চিকিৎসা করার জন্য এবং রোগটি ৩য় ও ৪র্থ গ্রেডে চলে যাওয়ার কারণে তখন অপারেশন ছাড়া ভিন্ন কোনো পথ থাকে না। তাই পায়ুপথে সমস্যা হলে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিলে আমরা অপারেশন ছাড়াই পাইল্স রোগ থেকে মুক্তি পেতে পারি। পাইল্স হলে বুঝবো কীভাবে এটি জানা খুবই জরুরি। এ রোগের লক্ষণ বা উপসর্গগুলো জানা থাকলে আমরা এ রোগ সহজেই প্রতিরোধ করতে পারি। 

পাইলসের কারণ
১। দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্যে ভোগা। 
২।দীর্ঘমেয়াদি ডায়রিয়া।
৩। আঁশযুক্ত খাবার, শাক-সবজি কম খাওয়া।
৪। ভাজা-পোড়া ও লাল মাংস বেশি খাওয়া।
৫। মলত্যাগের সময় দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা ও মলত্যাগের সময় অধিক চাপ প্রয়োগ করা।
৬। গর্ভাবস্থা হলে হতে পারে।
৭। স্থূলতা বা শরীরের ওজন বেশি হওয়া।
পাইলসের লক্ষণ 
১। মলের সঙ্গে ব্যথাহীন তাজা রক্ত যাওয়া।
২। মলদ্বারে চুলকানি ও ব্যথা।
৩। মলদ্বারে কোনো মাংস পিণ্ড বের হয়েছে বলে মনে হওয়া।
৪। মলদ্বারের পাশে গুটির মতো (Lump) ফুলে ওঠা।
লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।  চিকিৎসক মলদ্বার পরীক্ষা করে সিদ্ধান্ত দেবেন আপনার পাইল্স হয়েছে কিনা, কিংবা পায়ুপথের অন্য কোনো রোগ হয়েছে।

প্রতিরোধ 
১। কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেজন্য নিয়মিতভাবে আঁশযুক্ত (Fiber rich) খাবার, শাক-সবজি, সালাদ বেশি খাওয়া।
২। ভাজা-পোড়া ও লাল মাংস খুবই কম খাওয়া।
৩। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা।
৪। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের জন্য নিয়মিতভাবে ইসুবগুলের ভূষি খাওয়া যেতে পারে।
৫। মলত্যাগের সময় অতিরিক্ত শক্তি প্রয়োগ না করা।
৬। মলত্যাগের সময় দীর্ঘক্ষণ টয়লেটে বসে না থাকা।

প্রভাষক ডা. এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435
 01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল

ইমেইল- dr.zaman.polash@gmail.com

ওয়েব সাইটwww.zamanhomeo.com