ব্রণ দূর করবে আপেল সিডার ভিনেগার

ত্বক ও চুলের যত্নে আপেল সিডার ভিনেগার খুবই কার্যকর। এতে রয়েছে সাইট্রিক ও অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন যা ব্রণ দূর করার পাশাপাশি দূর করে ত্বকের বিভিন্ন ধরনের দাগ ও চর্মরোগ। ঝলমলে উজ্জ্বল চুলের জন্যও আপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন। জেনে নিন সৌন্দর্যচর্চায় আপেল সিডার ভিনেগারের ব্যবহার-

খুশকি দূর করতে
আপেল সিডার ভিনেগারের অ্যাসিডিক উপাদান মাথার ত্বকের শুষ্কতা ও খুশকি দূর করে। সপ্তাহে এক দিন ভিনেগার দিয়ে ধুয়ে নিন চুল।

রোদে পোড়া দাগ দূর করতে
ত্বক রোদে পুড়ে গেলে ব্যবহার করতে পারেন আপেল সিডার ভিনেগার। পানি ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে তুলা ভিজিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ঝলমলে চুলের জন্য
চুলে শ্যাম্পু করার পর পানির সঙ্গে আপেল সিডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিন। ঝলমলে হবে চুল।

ব্রণ দূর করতে
আপেল সিডার ভিনেগারের অ্যান্টিসেপ্টিক উপাদান দূর করে ব্রণ। মুলতানি মাটির সঙ্গে ভিনেগার মিশিয়ে তৈরি করুন পেস্ট। মিশ্রণটি ব্রণের উপর লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।

চুলকানি দূর করতে
ত্বকের চুলকানি দূর করতে পারে আপেল সিডার ভিনেগার। ভিনেগার ও পানির মিশ্রণ আক্রান্ত ত্বকে লাগিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে দূর হবে চুলকানি।