স্ট্রোকের ৫ লক্ষণ : যা করবেন

নিচের উপসর্গগুলোর কোনো একটি বা একাধিক আপনার শরীর বা মনে দেখা দেয়ার সাথে সাথে আপনাকে তৎপর হতে হবে। এগুলো স্ট্রোকের ঠিক আগের লক্ষণ। স্ট্রোক একটি জরুরি স্বাস্থ্য সমস্যা।

লক্ষণগুলো :

১। মুখ, হাত ও পা বিশেষ করে এক পাশ যদি হঠাৎ করে অবশ লাগে বা দুর্বল মনে হয়।
২। হঠাৎ মানসিক বিক্ষিপ্ততা, কথা বলতে অসুবিধা বা কোনো কথা বা কোনো বিষয় বলার সময় সমস্যা হয়।
৩। হঠাৎ করে এক বা দুই চোখেই দেখতে সমস্যা হয়।
৪। হঠাৎ করেই হাঁটতে চলতে অসুবিধা হয় বা মাথা ঘোরে, শরীরের ভারসাম্য রাখতে না পারেন।
৫। কোনো জ্ঞাত কারণ ছাড়াই প্রচণ্ড মাথা ব্যথা হলে।

অগ্রিম করণীয় : 
১। এমন জরুরি ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এমন প্রতিষ্ঠানগুলোর ঠিকানার একটি তালিকা তৈরি করে (ফোন নম্বরসহ) হাতের কাছেই রাখুন।
২। কাছাকাছি কোনো হাসপাতালে ২৪ ঘণ্টা স্ট্রোকের চিকিৎসা হয়, তার খোঁজ রাখুন।
৩। কোন হাসপাতাল বা প্রতিষ্ঠানটি আপনার কাছে তাও জানা থাকা ভালো।

স্ট্রোকের লক্ষণাদি দেখা দিলে করণীয় :
১। স্ট্রোকের প্রতিটি লক্ষণ একসাথে দেখা নাও দিতে পারে। তাই একটি মাত্র লক্ষণ দেখা দিলেও তাকে অবহেলা করবেন না। এমনকি কিছু সময় পর তা দূর হয়ে গেলেও না।
২। ঠিক কোন সময়টাতে স্ট্রোকের সতর্কতামূলক লক্ষণগুলো দেখা দিয়েছিল তা মনে রাখার চেষ্টা করুন। এটি খুব প্রয়োজনীয় হতে পারে।

৩। যদি আপনার কোনো এক বা একাধিক লক্ষণাদি দেখা দিয়ে কয়েক মিনিট স্থায়ী হয়, তবে আর দেরি না করে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যেতে হবে।
৪। যদি আপনি এমন করো কাছাকাছি থাকেন, যার স্ট্রোকের লক্ষণাদি দেখা দিয়েছে, তবে যত তাড়াতাড়ি পারেন হাসপাতালে খবর দিন বা তাকে হাসপাতালে নিয়ে যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *