হোমিওপ্যাথি ঔষধ কি? হোমিওপ্যাথি ঔষধ কাদের গ্রহণ করা উচিত?

হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে গতিশীল শক্তি, যা জীবন্ত প্রাণীর রোগজ গতিশীল শক্তিকে দূরীভূত করার চিকিৎসায় ব্যবহার করা হয়।

রোগের ধরণ, বয়স, নারী-পুরুষ, নবজাতক, শিশু নির্বিশেষে সকলের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা।
প্রাথমিক বিবেচনায় থাকবে যে, হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষতিহীন, বিজ্ঞানভিত্তিক, যুক্তিসঙ্গত এবং দ্রুততার সঙ্গে প্রাকৃতিক নিয়মানুযায়ী নিরাময়তা এনে দেয়। হোমিওপ্যাথি স্থায়ী আরোগ্য দান করে এবং যা শরীর থেকে সর্বাঙ্গীনভাবে ব্যাধিকে দূরীভূত করে।

[ Reference : Practical Key to Homeopathy (Dr. Nazir Hossain, Bangladesh), Website, Others Documents & Reference…]

লেখক পরিচিতি :

ডা. মো. আব্দুস সালাম (শিপলু)
ডিএইচএমএস (রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল), এমএসএস (এশিয়া ইউনিভার্সিটি)
ডা. আব্দুস সালাম হোমিওপ্যাথি হেলথ কেয়ার, 
“ডাক্তার বাড়ী”, জগন্নাথ পাড়া, শেরপুর, বগুড়া, বাংলাদেশ।
(চিকিৎসক, শিক্ষক, কলামিস্ট ও প্রাক্তন সাংবাদিক)