Emergency (জরুরি প্রাথমিক চিকিৎসা) :-

                                          Emergency (জরুরি প্রাথমিক চিকিৎসা) :-
♣* যে-কোন ধরণের ঔষধের বা বিষাক্ত পদার্থের বিষক্রিয়া নিরাময়ের জন্য Nux vomica (শক্তি কিউ, ৩,৬, ১২,৩০,২০০) ঘনঘন খেতে থাকুন।
♣* প্রচন্ড গরমের সময় ঠান্ডা খেয়ে কোন রোগ হলে Urtica urens (শক্তি ৬,১২,৩০,২০০) একবার খান।
♣* অতিরিক্ত মানসিক শ্রমের ফলে কোন রোগ হলে Acidum Picricum (শক্তি ৬,১২,৩০,২০০) রোজ একবার খান।

♣* অতিরিক্ত রৌদ্রে কিংবা গরমে থাকার পর কোন সমস্যা হলে Glonoine (শক্তি ৬,১২,৩০,২০০) ঘণ্টায় ঘণ্টায় খেতে থাকুন।
♣* শরীরের কোথাও আঘাত পাওয়ার দীর্ঘদিন পরে সেখানে কোন সমস্যা দেখা দিলে Arnica montana ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি করে খান।
♣* নারীদের যৌনাঙ্গের সপর্শকাতরতায় Staphisagria (শক্তি ৬,১২,৩০,২০০) ঘনঘন খেতে থাকুন।
♣* যাদের চোখে বা শরীরের অন্য কোথাও প্রায় সারা বৎসরই পুঁজ হতে থাকে, তারা Medorrhinum (শক্তি ২০০) একবার খান।
♣* অপমানিত হওয়ার ফলে বা ঝগড়ার করার জন্য বা চেপে রাখা অসন্তোষের কারণে কিংবা শিশুদেরকে মারধর করার কারণে কোন সমস্যা দেখা দিলে Staphisagria (শক্তি ৬,১২,৩০,২০০) একবার খান।

♣* তেল-চর্বি জাতীয় খাবার খাওয়ার পরে কোন সমস্যা দেখা দিলে Pulsatilla pratensis (শক্তি ৬,১২,৩০,২০০) একবার খান।
♣* বজ্রপাত অথবা ইলেকট্রিক শকের পর Phosphorus (শক্তি ৬,১২,৩০,২০০) ঘনঘন খেতে থাকুন।
♣* পচাঁ ডিম অথবা বাসি খাবার খেয়ে কোনো সমস্যা হলে Arsenicum album (শক্তি কিউ, ৩,৬,১২,৩০,২০০) ঘনঘন খেয়ে যান।
♣* প্রেমে ব্যর্থ হলে বা আপনজনের মৃত্যু বা বিরহজনিত শোকের কারণে কোন রোগ দেখা দিলে প্রথমে ইগ্নেশিয়া এবং পরে নেট্রাম মিউর (শক্তি ৩০,২০০) খেয়ে যান।
♣* অতিরিক্ত মানসিক পরিশ্রমের ফলে কোন সমস্যা হলে Nux vomica অথবা Cocculus indicus (শক্তি ৩,৬,১২,৩০,২০০) একবার খান।
♣* চোখের অতিরিক্ত ব্যবহারের কারণে কোন সমস্যা হলে Ruta graveolens (শক্তি কিউ, ৩,৬,১২,৩০,২০০) ঘণ্টায় ঘণ্টায় খেয়ে যান।