বাতজ্বরের লক্ষণ কী

গলাব্যথা, উচ্চ তাপমাত্রার জ্বর এক থেকে দুই সপ্তাহ থাকা, সাধারণত বাতজ্বরের লক্ষণ। এ ছাড়া আরো লক্ষণ রয়েছে।

প্রশ্ন : বাতজ্বরে জ্বরের ধরনটা কেমন হয়?

উত্তর : প্রথমে রিউমেটিক ফিবারে আমরা তার একটি গলা ব্যথার ইতিহাস নেব। এটা কিন্তু তার থাকতেই হবে। অনেক সময় কিন্তু থাকেও না। রোগীরা তখন বুঝতে পারে না। তার খুব বেশি জ্বর থাকবে। সঙ্গে তার গিঁটে ব্যথা থাকবে। তার আরেকটি লক্ষণ থাকতে পারে। তার বুকে ব্যথা থাকতে পারে। বাচ্চারা বলবে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার বুকে চাপ ধরে রয়েছে। এই জিনিসগুলো রিউমেটিক ফিবারের প্রধান লক্ষণ।

এ ছাড়া আরো কিছু লক্ষণ রয়েছে। শরীরে খুব উচ্চ মাত্রার জ্বর থাকবে। দুই থেকে তিন সপ্তাহ থাকতে পারে। তারপর আস্তে আস্তে চলে যাবে।