নিপাহ ভাইরাস এবং হোমিওপ্যাথী

নিপাহ ভাইরাস এবং হোমিওপ্যাথীঃ

‌নিপাহ ভাইরাস রোগ প্রতিরোধে হোমিওপ্যাথী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পা‌রে। নিপাহ ভাইরাস দ্বারা সৃষ্ট মহামারী প্রতিরোধে এবং নিয়ন্ত্রনে হোমিওপ্যাথী অবশ্যই সাহায্য করতে পারে। রোগীদের উপসর্গ অধ্যয়ন ক‌রে ঔষধ নির্বাচন কর‌তে হ‌বে। কার্যকারী কতগু‌লো ঔষধ:

BELLADONA
যেখানে মুখের তীব্র তাপ আছে, মুখ গরম লাল এবং ফ্লাড হয়। মুখ শুকিয়ে যায় এবং ধৈর্য অনেক বেশি, পানি চায় না এবং শরীর স্পর্শ করা যায় না।জিহ্বা প্রান্তে লাল হয়। জ্বর সাধারণত উচ্চ গ্রেড হয়।হঠাৎ জ্বর আ‌সে । মাথা ঠাণ্ডা ও ব্যাথা থা‌কে। মাথাব্যাথা ঠিক কোথায় তা বু‌ঝে উঠ‌তে পা‌রে না,মাথায় চাপ দি‌লে ভা‌লো লা‌গে।

NUX VOMICA
তৃষ্ণার অনুপস্থিতি; চিহ্নিত শরীরের অংশে তাপ এবং শরীরের অন্যান্য অংশে ঠান্ডা আছে। শরীরের এক অংশ তীব্র হতে পারে এবং অন্যগুলি শুষ্ক অবস্থায় থাকবে। জ্বর সহ শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে।

PHOSPHORUS
ঠান্ডা জল চায়।তীব্র তৃষ্ণা।গরম পানি পা‌নে বিরক্ত‌বোধ। সারা শরীর জুড়ে তাপ,সারা শরীরর জ্বলা ক‌রে।মাঝে মাঝে জ্বরের সময় রোগীর খুব খিদে লাগে।

Opium
উষ্ণ জ্বর এবং বিভ্রা‌ন্তিকর মন,শরী‌রে দুর্বলতা উপস্থিত হয় তবে এটি অলৌকিক ফলাফল দিতে পারে

Rhus tox
জিভ লাল এবং ফাটল হয়। ।জি‌হ্বে ত্রিভূজাকৃ‌তি থা‌কে মাথা ব্যথা আছে।শরী‌রে তাপমাত্রা অধিক থা‌কে।

এছাড়াও Gelsemium, Apis, Arsenic Alb লক্ষন অনুযায়ী ব্যবহার্য।

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435
ইমো  01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল

ইমেইল– dr.zaman.polash@gmail.com

ওয়েব সাইটwww.zamanhomeo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *