পুরুষের জন্য কিছু জরুরী তথ্য -একবার পড়ুন তাহলে প্রতারিত হবেন না ^ ভিডিও দেখুন

পুরুষত্বে-সমস্যা

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ

আমাদের দেশের কতিপয় ডাক্তার পুরুষদেরকে নানান ভিত্তিহিন কথা বলে ভয় ভিতি দেখিয়ে ব্যাবসায়ীক
স্বাথ হাসিলের জন্য ভুয়া তথ্য দিচ্ছে,পুরুষের পেনিস বড় করারমত কোনো মেডিসিন নাই,যদি পেনিস বড় করা সম্ভব হতো তাহলে বেটে মানুষ ও বড় করা যেতো এ সব কিছু জন্মগত ব্যাপার যদি কারো পেনিস রোগের কারনে ছোট হয়ে নিস্তেজ থাকে সেটা চিকিৎসা করে উত্তেজিত করা সম্ভব হয় এবং রোগ মুক্ত করা যায়,কিন্তু পেনিস বড় ও মোট করা সম্ভব না কারন শারীরিক অঙ্গ পতঙ্গ ছোট বড় হওয়া এগুলো আল্লাহর দান এ দুনিয়ায় এমন কোনো চিকিৎসক নাই যিনি এ সমস্যা সমাধান করতে পারবেন।তবে আমি আবারো একটি কথা বলছি রোগের কারনে পেনিস নিস্তেজ থাকে তাই ছোট দেখায় চিকিৎসা করলে স্বাভাবিক করা সম্ভব হবে তবে জন্মগত ভাবে যে সাইজ তার চেয়ে বড় হবে না।

আপনারা বিশেষ করে প্রতারক হারবাল  ডাক্তারদের কথায় মনবল হারাবেন না।

সঠিক চিকিৎসার জন্য বিশ্বস্ত ও ভালো একজন হোমিও ডাক্তারের পরামশ নিন

************     পুরুষাঙ্গ বিষয়ক বিভিন্ন তথ্য  ***********im

সঠিক তথ্য নিন্মে দেওয়া হলো—–

১. পেনিসের গড় দৈর্ঘ্য ৫.১-৫.৯ ইঞ্চি

২. বড় পেনিস মানেই বেশি মজা, কথাটা ঠিক নয় ।
আপনার ডিউরেশন কত সেটাই আসল । স্বাভাবিক
টাইম ৭-১০ মিনিট।

৩. পেনিস কখনই একেবারে সোজা হয়না । একটু
বাকা থাকেই ।

৪. পেনিসের গোঁড়া চিকন আগা মোটা এটা কোন
সমস্যা নয় ।

৫. কোন যাদুকরী তেল বা মালিশ পেনিস তেমন বড়
করতে সক্ষম নয় । এগুলা ভুয়া ।

৬. একটা মেয়েকে অরগাজম দিতে আপনার মাত্র ৩
ইঞ্চি লম্বা পেনিসের হলেই হবে।1374467747.

৭. বেশি বড় পেনিস হলে মেয়েরা মজা পাওয়ার
বদলে ব্যাথা পায় । এমনকি সেটা যৌন আতঙ্কেও রুপ
নিতে পারে।

৮. ক্ষুদ্র পেনিস বলতে ২.৭৬ ইঞ্চির চেয়ে ছোট
পেনিস বুঝায় ।

৯. গোঁড়া চিকন আগা মোটা বা বাঁকা পেনিস
যৌনমিলনে কোন সমস্যার সৃষ্টি করেনা ।

১০. পেনিসটাকে নিয়ন্ত্রন করুন। একমাত্র wife
ছাড়া আর কোথাও ব্যবহার করবেন না।

১১. wife ছাড়াই পেনিস দাঁড়িয়ে যায় এমন
কোনো কাজ যেমন: বেগানা নারীর দিকে তাকানো,
অশ্লীল সাহিত্য পড়া, কম্পিউটার বা মোবাইলে খারাফ কিছু দেখা থেকে বিরত থাকুন।

================================

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ

জামান হোমিও হল

চাঁদপুর
01711-943435 //01670908547 ইমু-01919943435
ওয়েব সাইট –www.zamanhomeo.com

( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *