গর্ভধারনের বয়স

1_141228নবদম্পতিকে অনেক সময়ই সন্তান গ্রহনের সময় নিয়ে উদ্গ্রীব থাকতে দেখা যায়। এমন ভাবনা যে অমূলক তা কিন্ত নয়। প্রথম সন্তান নেবার মূহূর্তে স্বামী-স্ত্রী উভয়ের মাঝে পারিবারিক সমঝোতা, স্ত্রীকে নতুন মানুষ এবং পরিবেশে নিজেকে মানিয়ে নেয়া এবং নবদম্পতির আর্থিক সঙ্গতি – সবকটি বিষয়ই প্রথম সন্তান গ্রহনের আগে বিবেচনা করে দেখার প্রয়োজনীয় অংশ হিসেবে দেখা উচিৎ। এসব ব্যাপারে যথেষ্ট বিচক্ষনতার পরিচয় দিতে ব্যর্থ হলে গর্ভাবস্থায় নতুন মা’টি মানসিক চাপে থাকতে পারেন যা তার গর্ভের সন্তানের শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য মঙ্গলজনক নয়। তবে এর ও ব্যতিক্রম আছে, বিয়ের সময় স্ত্রীর বয়স ত্রিশ এর বেশী হলে যথা সম্ভব কম সময় ক্ষেপন করে সন্তান নিয়ে নেয়া যেতে পারে। এই ব্যতিক্রম বাদ দিলে বিয়ের দুই থেকে চার বৎসর পরে প্রথম সন্তান নেয়া উচিৎ। সাধারণত বিশ বছরের আগে অথবা পয়ত্রিশ বছরের পরে সন্তান গ্রহনে বাড়তি ঝুকি থেকে যায়, তাই ২২ থেকে ৩০ বছরের মধ্যেই গর্ভধারণ উত্তম।

★ পোস্ট ভাল লাগলে লাইক ★ শেয়ার করে পেইজে একটিভ থাকুন

( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *