কেন মশা আপনাকে বেশি কামড়ায়?

রক্তের গ্রুপ, শরীরের গঠন, গন্ধ— এরকম বেশ কয়েকটি কারণে মশারা অনেক মানুষের মাঝে একজনের প্রতি বেশি ‘ভালোবাসা’ প্রকাশ করতে পারে।

বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে অনবরত নিজেকে থাপড়াচ্ছেন! বন্ধুরা হয়ত মশকরা করে বলে- “তোর রক্তে স্বাদ বেশি” কিংবা “মশা তোকে একটু বেশিই ভালোবাসে”। কথাটা নিছক ঠাট্টা মনে হলেও, বিজ্ঞান বলছে আপনার প্রতি মশার বাড়তি ভালোবাসা আসলেও সত্যি হতে পারে।

স্বাস্থ্যবিষয়ক এক ওয়েবসাইটের এক প্রতিবেদনে ‘আমেরিকান মসকিটো কন্ট্রোল অ্যাসোসিয়েশন’য়ের কারিগরি উপদেষ্টা ড. জো কোনলোন বলেন, “শরীরের বিশেষ কোনো উপদান কিংবা ঘ্রাণের কারণে মশারা বেশি আকৃষ্ট হতে পারে। এসব নিয়ে চলছে একাধিক গবেষণা। আকৃষ্ট করা উপাদানের সংখ্যা ৪শ’ পর্যন্ত হতে পারে বলে আমাদের ধারণা। যদিও গবেষণা মাত্র শুরু হয়েছে, তবে কিছু কারণ আমার চিহ্নিত করতে পেরেছি।”