নখের অসুখ প্যারোনাইকিয়া

আমাদের অনেকেরই হাত বা পায়ের আঙুলের নখ পচতে দেখা যায়। ওটা কালচে বর্ণ বা পাশে সাদা বা লালচে। ক্ষত চামড়ায়ও সৃষ্টি হয়। কখনো পুঁজও হয়। ভীষণ যন্ত্রণায় অতিষ্ঠ হন অনেকে। দীর্ঘ চিকিৎসা ও ঘন ঘন বিভিন্ন চিকিৎসার দ্বারস্থ হয়েও পুনঃসংক্রমণের শিকার হন। জানুন নখের এই ছত্রাক সংক্রমণ ‘প্যারোনাইকিয়া’ সম্পর্কে।

নখ ভেজা থাকলে বেশিক্ষণ বা কাদা পানিতে কাজ করলে বা নখ না কাটায় তার ফাঁকে ছত্রাক সংক্রমণ হয়। এ জন্য পা বা হাতের নখ আক্রান্ত হলে প্যারোনাইকিয়ার প্রথম কাজই হবে নখ ‘শুকনা’ রাখা। (অজু বা গোসল বা ধোয়ার কাজ সেরেই আঙুল শুকিয়ে নিন। বেশিক্ষণ পানি থাকতে দেবেন না। সম্ভব হলে একই অজুতে দু-তিন ওয়াক্ত নামাজ পড়েন। পানি লাগানো বন্ধ করুন যতটা সম্ভব।

  •  কাদাপানি, ধুলোবালিতে হাঁটবেন না বা কাজ করবেন না। সাবান বা ডিটারজেন্ট লাগাবেন না।
  • দীর্ঘ সময় মোজা বা জুতো পরে থাকবেন না (ঘামের দুর্গন্ধে, আবদ্ধতায় ছত্রাক ক্ষত আরো বেড়ে যাবে)।
  •  গরম পানিতে স্যাভলন দিয়ে বা বরফ শীতল পানি ঢেলে ব্যথা কমানোর প্রয়াসটি ভুল। পানি কোনো উপায়ে লাগানো যাবে না। পানি বা আর্দ্রতা রোগ নিরাময়ে প্রধান শত্রু ।
  • চিকিৎসা= এ সমস্যার জন্য একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথ চিকিৎসকের পরার্মশ নিয়ে মেডিসিন খাবেন, নিজে নিজের ডাক্তারি করবেন না,কারন রোগীর রোগের লক্ষন মিলতে হবে অন্যথায় উপকার পাওয়া যাবে না।

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435 // 01670908547
ইমো 01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল

ইমেইল-dr.zaman.polash@gmail.com

ওয়েব সাইটwww.zamanhomeo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *