ফেসিয়াল করলে ব্রণ কতটুকু ভালো হয়?

fileসাধারণ মানুষের একটি প্রচলিত ধারণা হলো ফেসিয়াল করলে ব্রণ ভালো হয়। বিষয়টি কতটুকু সঠিক?

প্রশ্ন : সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা প্রচলিত—ফেসিয়াল, বিউটি ট্রিটমেন্টগুলো নিলে ব্রণ থেকে মুক্তি পাওয়া যায়। একে কী বলবেন?

উত্তর : আসলে আমি বলি, মুখে কোনো ধরনের ম্যাসাজ করা যাবে না। ম্যাসাজ করলে পোরগুলো ফেটে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। এর জন্য খুব সুন্দর হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে।  এ ছাড়া এটি করলে উঁচুনিচু ছোট ছোট দাগগুলো কমে যায়। এটি সারা বিশ্বেই খুব প্রচলিত একটি চিকিৎসা।

আর ফেসিয়ালের ক্ষেত্রে আমার মনে হয় না ওরা খুব যৌক্তিকভাবে ময়লাটি বের করতে পারবে। বরঞ্চ ম্যাসাজ করলে ভেতরে ফেটে যেতে পারে।

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435 //01670908547
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
ওয়েব সাইট –www.zamanhomeo.com

( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *