ব্রনের হোমিও চিকিৎসা ও প্রেসক্রিপশান

14619874_1805301466378561_1741858403_n-300x159শরীরে যৌবনের সূচনা হলে প্রায় অধিকাংশ ছেলে-মেয়ের মুখেই ব্রণের উৎপত্তি হয়। কখনও কখনও তা বুকে-পিঠেও দেখা দেয় এবং মারাত্মক সমস্যার সৃষ্টি করে।

Calcarea phosphorica : ক্যালকেরিয়া ফস হলো ব্রণের সবচেয়ে কমন এবং সবচেয়ে কাযর্কর ঔষধ। রোজ দুইবেলা করে এক বা দুই সপ্তাহ খান।

Kali bromatum : ক্যালি ব্রোম মুখের, বুকের, কাধের এবং ঘাড়ের ব্রণ নিরাময়ে একটি সর্বোৎকৃষ্ট ঔষধ । ব্রিটিশ হোমিও চিকিৎসা বিজ্ঞানী ডাঃক্লার্কের মতে, খুব কম ব্রণই আছে যা ক্যালি ব্রোমে নিরাময় হয় না।

Bellis perennis : বেলিস পিরেনিস ব্রণের একটি উৎকৃষ্ট ঔষধ যদি তাতে জ্বালা-পোড়া থাকে।

Thuja occidentalis : থুজা ব্রণের আরেকটি ভালো ঔষধ বিশেষত সেগুলো যদি টিকা নেওয়ার কারণে হয়ে থাকে।

Asterias rubens : ব্রণের মাথা যদি কালো এবং গোড়া লাল হয়, তবে তাতে এসেটেরিয়াস রুবেন্স প্রযোজ্য।

এছাড়া লক্ষণ সাদৃশ্যে নিন্মলিখিত ওষধ এই রোগে ব্যবহৃত হয়। যথা- ১. এসিড ফস ২. এসিড পিক্রেটা ৩. থুজা ৪. হিপার সালফার ৫. ব্যাসিলিনাম ৬. এন্টিম ক্রুড ৭. এসিড নাইট্রিক ৮. আর্নিক মন্টানা ৯. ক্যালি ব্রোম ১০. আরাম মেট ১১. নেট্রাম মিউর ১২. ক্যালকেরিয়া সালফ ১৩. সাংগুনেরিয়া ১৪. নেট্রাম ফস ১৫. বার্বেরিস একুই ফোলিয়াম, উল্লেখযোগ্য।

সতর্কতাঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষধ সেবন ঝুকিপূর্ন।

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ

জামান হোমিও হল

চাঁদপুর
01711-943435 //01670908547 ইমু-01919943435
ওয়েব সাইট –www.zamanhomeo.com

( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *