গা থেকে পচা মাছের দুর্গন্ধ বের হয়!

52158_140

এ এক অদ্ভূত অসুখ। মানুষের দেহ থেকে বেরোতে থাকে পচা মাছের গন্ধ। অন্য কোনো শারীরিক অসুস্থতা থাকে না। কিন্তু গা দিয়ে ভূর ভূর করতে থাকে পচাগলা মাছের দুর্গন্ধ। পোশাকি নাম Trimethylaminuria।

চিকিৎসাবিজ্ঞানীরা বলছেন‚ মানবদেহে নির্দিষ্ট রাসায়নিকের তারতম্যে হয় এই অস্বাভাবিকতা। সেই রাসায়নিকের নাম হল Trimethylamine। মানুষের শ্বাসপ্রশ্বাস‚ ঘাম এবং বর্জ্য পদার্থে থাকে এই উপাদান। মানবদেহ যদি এটা প্রসেস কোনো কারণে না করতে পারে‚ তখনই নষ্ট হয় দেহের গন্ধের ভারসাম্য। এবং Trimethylamine প্রসেস না হওয়ার কারণ হলো জিনঘটিত সমস্যা।
পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এই অস্বাভাবিকতা বেশি দেখা যায় ।এ রোগের একমাত্র চিকিৎসা হোমিওপ্যাথি। এখনো এ্যালপ্যাথিতে এর কোনো চিকিৎসা বের হয়নি। আক্রান্তদের সমস্যার মোকাবিলা করতে হয় সুগন্ধি দিয়ে এবং কিছু নির্দিষ্ট খাবার বর্জন করেই।

চিকিৎসা – দ্রুত কোনো ভালো হোমিওপ্যাথ চিকিৎসকের চিকিৎসা নিন,তাহলে এ রোগ থেকে মুক্তি পাবেন।

ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435

★ পোস্ট ভাল লাগলে লাইক ★ শেয়ার করে পেইজে একটিভ থাকুন

( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *