বসন্তকালে নাকের অ্যালার্জি

নাকের অ্যালার্জিজনিত রোগের উপসর্গ হলো অনবরত হাঁচি, নাক চুলকানো, নাক দিয়ে পানি পড়া এবং নাক বন্ধ হয়ে যাওয়া। কারো কারো চোখ দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যায়। বছর ধরেই এ রোগের লক্ষণ দেখা দেয়। বিশেষ করে পুরনো ধুলাবালি (যাতে মাইট থাকে), ছত্রাক বা পোষা প্রাণীর লোমের সংস্পর্শে এলেই লক্ষণ শুরু হয়। তবে বসন্ত ঋতুতে ফুলের রেণু বেশি থাকে। এ রেণুর সংস্পর্শ এলেই রোগের লক্ষণগুলো দেখা দেয়।

বারবার রোগাক্রান্তের মাত্রা : আমাদের দেশে এ রোগে কতজন ভুগে থাকেন, তার সঠিক তথ্য না থাকলেও মোট জনসাধারণের ১০ থেকে ১৫ শতাংশ ভুগে থাকেন বলে ধারণা করা যায়। এ রোগের লক্ষণ যে কোনো বয়সেই দেখা দিতে পারে। তবে শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। তবে রোগটি বংশানুক্রমিক। কিন্তু বারবার একই অ্যালার্জেনের সংস্পর্শে এলে রোগের লক্ষণ দেখা দিতে পারে। তা ছাড়া নতুন পোষা প্রাণী অথবা বাসস্থান পরিবর্তন, নতুন পরিবেশে অ্যালার্জিক রাইনাইটিস রোগের লক্ষণ প্রকট আকার ধারণ করতে পারে।

যেভাবে অ্যালার্জি নাকের উপসর্গ ঘটায় : যেসব রোগীর বংশানুক্রমিকভাবে অ্যালার্জি হওয়ার প্রবণতা বেশি থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু অ্যালার্জেনের সংস্পর্শে এলে রক্তের আইজিই-এর মাত্রা অনেক বেড়ে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে নাকে অবস্থিত মাস্ট সেল নামক এক ধরনের কোষের সঙ্গে লেগে থাকে। কোনোভাবে শরীর আবার এ অ্যালার্জেনের সংস্পর্শে এলে মাস্ট সেলগুলো ভেঙে যায় এবং এ থেকে ভাসো একটিভ এমাইনো নির্গত হয়। এ রাসায়নিক পদার্থ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং উপসর্গ ঘটায়।

এ রোগের সম্ভাব্য কারণ : মাইট (যা পুরনো ধুলাবালিতে থাকে) ঘরের ধুলো-ময়লা, ফুলের রেণু, প্রাণীর পশম বা চুল, প্রসাধনী সামগ্রী।

প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা : রক্ত পরীক্ষা, বিশেষ করে ইয়োসিনোফিলের মাত্রা বেশি আছে কিনা তা দেখার প্রয়োজন পড়ে।

সিরাম আইজিইর মাত্রা : সাধারণত অ্যালার্জির রোগীর ক্ষেত্রে আইজিইর মাত্রা বেশি থাকে।

চিকিৎসা= এ সমস্যার জন্য একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথ চিকিৎসকের পরার্মশ নিয়ে মেডিসিন খাবেন, নিজে নিজের ডাক্তারি করবেন না,কারন রোগীর রোগের লক্ষন মিলতে হবে অন্যথায় উপকার পাওয়া যাবে না।

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435 // 01670908547
ইমো 01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

ইমেইল-dr.zaman.polash@gmail.com

ওয়েব সাইট –www.zamanhomeo.com

★ পোস্ট ভাল লাগলে লাইক ★ শেয়ার করে পেইজে একটিভ থাকুন
 ফেসবুক পেইজে লাইক দিন  https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *