আজকালকার মেয়েরা — ডিজিটাল মা

1454984_668937229818345_1514481097_n

আজকালকার মেয়েরা যা করে…

১. বাচ্চা প্রসব করতে অনেক কষ্ট হবে তাই এরা আগেভাগেই ডিজিটাল পদ্ধতিতে পেট কেটে বাচ্চা বের করে।

২. ফিগারের সাইজ নষ্ট হয়ে যাবে তাই এরা বাচ্চাকে বুকের দুধ না খাইয়ে বাজার থেকে কেনা দুধ খাওয়ায়।

৩. শরীরে যেন বাচ্চার প্রসাব পায়খানা না লাগে তার জন্য সবসময় বাচ্চাকে কি যেন একটা পড়িয়ে রাখে।

৪. বাচ্চার যত্ন নিতে কষ্ট হয় তাই বাচ্চাকে লালন পালন করার জন্য আলাদাভাবে কাজের বুয়া রাখে। অনেক সময় বাচ্চা তো বুয়াকেই মা ডাকা শুরু করে।

৫. রাতে বিছানা যেন নষ্ট না করে এবং স্বামীর সাথে ঘুমাতে কোন সমস্যা না হয় এজন্য বাচ্চাকে বিছানায় না রেখে পাশে দোলনায় রেখে দেয়।44

এর ফলে যে সমস্যাটা হচ্ছে তা হলো সন্তানের প্রতি মায়ের যে ভালবাসা এবং মায়ের প্রতি সন্তানের যে ভালবাসা সেটা দিন দিন প্রচন্ড হারে হ্রাস পাচ্ছে। একটু আশেপাশে তাকালেই এর সত্যতা দেখতে পারবেন। এর মানি সব মা যে এমন তা নয় কিছু কিছু ডিজিটাল মা এমন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *