আলেমগণ হইবে সবচাইতে নিকৃষ্ট মানব

বিশ্বনবী (সাঃ)  বলিয়াছেন,  আমার  ওপর  রাগ  করিবেন  না  কারণ  এই  কথা  ইমরান  হোসেন  বলে  নাই, 

 মহানবী (সাঃ)  বলিয়াছেন  যে,  “মানুষের  উপর  এমন  একটি  সময়  আসিবে  যখন  ইসলামের  নাম  ছাড়া  আর  কিছুই  থাকিবে  না ।  কোরআনের  লেখাগুলি  ছাড়া  (বাস্তবজীবনে)  আর  কিছুই  অবশিষ্ট  থাকিবে  না ।  মসজিদগুলি  হইবে  আলিশান  অট্টালিকা  কিন্তু  তাহা  হইতে  কেউ  সুপথের  সন্ধ্যান  লাভ  করিবে  না ।  সেই  (অন্ধকার)  যুগের  আলেমগণ  হইবে  আকাশের  নীচে  সবচাইতে  নিকৃষ্ট  মানব ।  তাহারা  হইবে  (মানুষের)  পথভ্রষ্টতার  ফিতনার  মূলকেন্দ্র ।”  আমি  বর্তমানে  হতাশার  বয়সে  উপনীত  হইয়াছি ।  এই  কারণে  আমি  এখন  আহবান  জানাইতেছি,  আপনি  যদি  আমার  সাথে  একমত  না  হন  যখন  আমি  বলি  যে  কাগজের  মুদ্রা  প্রতারনামূলক  হারাম  শিরক ।  আপনি  যদি  আমার  সাথে  একমত  না  হন  যখন  আমি  বলি  তথাকথিত  ইসলামী  ব্যাংকিং  হইল  পেছনের  দরজার  সুদের  ব্যবসা ।  ঠিক  আছে  ভালো  কথা,  মানুষকে  সুযোগ  দিন  তাহারা  যাহা  ইচ্ছা  গ্রহন  করুক ।  তাহারা  যদি  অন্ধ  হয়  তাহলে  অন্ধভাবে  গ্রহন  করিবে  এবং  তাহার  খেসারত  দিবে ।  মানুষের  পছন্দ-অপছন্দের  অধিকার  আছে  এবং  আমরা  সেই  অধিকার  হরণ  করিতে  চাই  না ।  কিন্তু  আপনি  যদি   আমাদের  পেছনে  লাগেন,  বলেন  আমরা  ভুল  বলিতেছি  এবং  আমাদের  কন্ঠ  স্তব্ধ  করিতে  চান,  সেক্ষেত্রে  আমরা  আপনার  চ্যালেঞ্জের  জবাব  দিব  যখন  আমাদের  ধৈর্য  শেষ  হইয়া  আসিয়াছে ।  আমরা  বলিব,  আসুন,  আমরা  দুইজনে  মিলিয়া  আল্লাহর  নিকট  দোয়া  করি,  আমাদের  মধ্যে  যে  ভ্রান্ত  পথে  আছে  তাহার  যেন  জাহান্নামে  চিরস্থায়ী  শাস্তি  হয় ।

মূল –  আল্লামা  ইমরান  নজর  হোসেন

অনুবাদ – বশীর  মাহমুদ  ইলিয়াস

A Hadis regarding a minor sign of Last age  লেকচারের  অনুবাদ