ইংল্যান্ডের প্রিন্স চার্লস করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগ থেকে মুক্তি পেয়েছেন(ভিডিওসহ)

ইংল্যান্ডের প্রিন্স চার্লস করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগ থেকে মুক্তি পেয়েছেন

ইংল্যান্ড রাজ পরিবারের একমাত্র উত্তরাধিকারী পরবর্তী রাজা প্রিন্স চার্লস নিজের করোনা ভাইরাসের চিকিৎসায় হোমিওপ্যাথির প্রতি আস্থা রেখেছেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়েছেন
বর্তমানে উনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ।
মাত্র ৬ দিনের চিকিৎসায় তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

প্রিন্স চার্লস করোনাভাইরাসে আক্রান্ত এমন সংবাদে চমকে গিয়েছিল পুরো বিশ্ব। বাকিংহাম প্যালেসেও কোভিড-১৯ থাবা বসানোর খবরে মাথায় বাজ পড়েছিল ব্রিটেনবাসীর। তবে আপাতত মিলেছে স্বস্তির খবর। করনোমুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন প্রিন্স। কিভাবে এতো দ্রুত সুস্থ হয়ে উঠলেন তিনি? এ প্রশ্নের উত্তর দিলেন ভারতের স্বাস্থ্য বিভাগের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার দাবি, বেঙ্গালুরুর এক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই সেরে উঠেছেন রানী এলিজাবেথ পুত্র।

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক জানান, হোমিওপ্যাথির জোরেই সুস্থ হয়েছেন প্রিন্স চার্লস। আর তার সম্পূর্ণ কৃতিত্ব বেঙ্গালুরুর বিশেষজ্ঞের। মন্ত্রী বলেন, “বেঙ্গালুরুতে ‘সৌক্য’ নামের একটি স্বাস্থ্যকেন্দ্র চালান ডা.মাথাই। তিনিই ফোনে আমাকে জানান, প্রিন্স চার্লসের শরীর থেকে করোনার জীবাণু দূর করতে হোমিওপ্যাথিকেই কাজে লাগানো হয়েছিল। তার চিকিৎসা সফল হয়েছে। প্রিন্স এখন সম্পূর্ণ করোনামুক্ত।”

এতেই প্রমাণিত হয় জ্ঞানীরা সবসময় বিতর্কে না জড়িয়ে ভালো জিনিসকেই প্রাধান্য দেয়।

করোনার ভাইরাস ভারতের আয়ূশ মন্ত্রনালয়ের   সদস্য অনন্ত বীরদার ডাঃ একে দ্বিবেদী কীভাবে করোন ভাইরাস প্রতিরোধ সস্পর্কে আলোচনা করছেন

ডাঃ শ্রুতি শ্রীধর (এমবিবিএস, এমএফএইচহম, এমপিএইচ) এই করোনভাইরাস মহামারী হোমিওপ্যাথিক চিকিৎসা জোরদার করা উচিত তা নিয়ে কথা বলেছেন। তিনি হোমিওপ্যাথি কেন ভাল তা ব্যাখ্যা করেছেন

ডাঃ আর এল খুলার, অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিত্সক | টিভি 9 ভারতবর্ষে সাক্ষাত্কার | স্বাস্থ্য | করোনার ভাইরাস
সেরা হোমিওপ্যাথিক ডাক্তার | দিল্লি ভারতের শীর্ষ হোমিওপ্যাথি ডাক্তার | হোমিওপ্যাথি ক্লিনিক ভারত | হোমিওপ্যাথিতে 50 বছরের অভিজ্ঞতা, হোমিওপ্যাথি ডাক্তার ক্লিনিক, দিল্লি গুড়গাঁও নোইদা ফরিদাবাদ পূর্ব দিল্লি

ডাঃ আর এল খুল্লার
ঠিকানা: ডি-251, স্ট্রিট নং -10, মেট্রো স্টেশনের গেট নং 1 এর নিকটে, লক্ষ্মী নগর
শহর: দিল্লি -110092
রাজ্য: দিল্লি ভারত
ফোন নম্বর: 011-2202 7574/2205 1011
মব-91-9811307513
ইমেল: dr.rlkhullar@gmail.com Website : http://homoeopathicdoctorkhullar.com/

হোমিওপ্যাথিতে করোনভাইরাস প্রতিরোধক ওষুধের বিষয়ে ডাঃ সাহিল ও ডাঃ বসুধা