উচ্চ রক্তচাপ ওষুধ কিডনির ক্ষতি করে

3ডাঃ এস.জামান পলাশ
উচ্চ রক্তচাপজনিত রোগ থেকে রক্ষা পেতে লোকজন এসিই ইনহিবিটর (এক ধরনের ট্যাবলেট) খেয়ে থাকে। বিশেষ করে ব্রিটেনের লোকজন এ ধরনের ওষুধ বেশি গ্রহণ করে। দেশটির ৫০ লাখ উচ্চ রক্তচাপজনিত রোগী বর্তমানে এসিই (এনজিওটেনশন কনভার্টিং এনজাইম) ইনহিবিটর নিচ্ছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কিডনি অকার্যকর হয়ে যাওয়ার জন্য এসিই ইনহিবিটরই দায়ী। যারা উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগে এই ট্যাবলেট খায়, তাদের ৩০ শতাংশই মৃত্যুর কোলো ঢলে পড়ে। তাদের মতে, এসিই ইনহিবিটর ও কিডনি ফেইলিওরের যোগসূত্রের সুস্পষ্ট প্রমাণ রয়েছে। আতঙ্কের বিষয় হচ্ছে, ব্রিটেনের রক্তচাপজনিত রোগীর ৫০ লাখই ইনহিবিটর গ্রহণ করছে। যেসব রোগীর হঠাত্ কিডনি বিকল হয়ে i67গেছে, হাসপাতালে তাদের নিয়ে গবেষণা করেছেন ক্যামব্রিজের গবেষকরা। তাতে দেখা গেছে, ব্রিটেনে ২০০৭-০৮ থেকে ২০১০-১১ বছরে ৫২ ভাগ উচ্চ রক্তচাপের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ১৬ শতাংশকেই এসিই ইনহিবিটর দেওয়া হয়েছে। ডেইলি মেইল।
গবেষকরা হতাশা প্রকাশ করে বলেছেন, এসব সত্ত্বেও চিকিত্সকরা এ ধরনের পিল খেতে বারণ করছেন না।

==================================================

ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435
ওয়েব সাইট –www.zamanhomeo.com
ব্লগ–https://zamanhomeo.com/blog
ফেসবুক–https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *