কমছে না ওজন, কী করবেন

না খেয়ে থাকবেন না

দ্রুত ওজন কমানোর জন্য অনেকেই দুপুরের খাবার বা রাতের খাবার বাদ দিয়ে থাকেন। এতে কিন্তু লাভ কিছু হবে না। বরং পরের বার খাওয়ার সময়ে এমন খিদে পাবে যে আপনি অজান্তেই অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলবেন। খিদে পেলে অল্প অল্প করে খান। তিন বেলা খাবার না খেয়ে সেটা পাঁচ বেলায় খান। কিন্তু পুষ্টিকর সুষম খাবার খান।

কমছে না খাওয়া, কমছে না ওজন, কী করবেন 

অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন

ডায়েট করার সময়টাতে সাধারণত দুপুর বা রাতের খাবার নিয়ম মেনেই সবাই খেয়ে থাকি। কিন্তু মুশকিল হয়ে যায় বিকাল বা সন্ধ্যা হলেই। তখন নানা রকম খাবার খাওয়ার ইচ্ছে জাগে। অধিকাংশ সময়েই আমরা অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলি। তাই বাড়ির জন্য কোনো প্রকার তেলেভাজা খাবার, অস্বাস্থ্যকর খাবার কিনবেন না। তার চেয়ে বরং বাড়িতে কিছু স্বাস্থ্যকর খাবার বানিয়ে রাখুন। খিদে পেলে খুব কাজে দেবে।

কমছে না খাওয়া, কমছে না ওজন, কী করবেন 

খাওয়ার পর দাঁত মাজুন

অনেকেরই খাওয়ার পর মিষ্টিমুখ করার অভ্যাস আছে। এতে প্রকৃত ডায়েট হয় না এবং ওজনও কমে না। এক্ষেত্রে একটি কৌশল অবলম্বন করতে পারেন। প্রত্যেক বেলা খাওয়ার পর ব্রাশ করে নিতে পারেন। এর ফলে মস্তিষ্ক বাকি শরীরকে বার্তা পাঠাবে যে এবার আর খাওয়া ঠিক হবে না। তাছাড়া টুথপেস্টে এমন একটা পদার্থ থাকে যা মিষ্টি খাওয়ার প্রবণতা কমিয়ে দেয়।