করোনাভাইরাস প্রতিরোধে ‘হোমিওপ্যাথি চিকিৎসা”

COVID- 19 করোনা ভাইরাসে অাক্রান্ত গ্রেট ব্রিটেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস হোমিওপ্যাথি ঔষধের মাধ্যমে খুব দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়েছেন। সেই প্রেক্ষাপটে ভারতের সংসদ সদস্য মানিশ তেওয়ারী ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে ০১ এপ্রিল ২০২০খ্রি. তারিখে এক অফিসিয়াল পত্রের মাধ্যমে অবহিত করেন।

করোনাভাইরাস প্রতিরোধে হোমিওপ্যাথি চিকিৎসায় এই ওষুধের নাম-আরসেনিকাম অ্যালবাম ৩০ (Arsenicum album 30). তবে এই ওষুধ করোনা ভাইরাস আক্রান্তদের জন্য না। যারা আক্রান্ত নন তারা আগে থেকে এটি সেবন করলে ভাইরাস প্রতিরোধ করতে পারবেন বলেই কলকাতার বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক শক্তিনাথ ভট্টাচার্যের অভিমত। আরসেনিকাম অ্যালবাম ৩০ (Arsenicum album 30) ওষুধের নাম জানিয়ে তিনি বলেছেন, চিকিৎসকের পরামর্শ অনুসারে এটি সেবন করতে হবে। সেবন বিধিও চিকিৎসক জানিয়ে দেবেন।