কানে পানি ঢুকলে কী করবেন?

1483139_558502007575313_1642124852_n

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ

গোসল করতে গেলে অসাবধানতাবশত প্রায়ই কানে পানি ঢুকে যায়। কানে পানি ঢুকলে তাৎক্ষনিক অস্বস্তির পাশাপাশি কান পাকা, কানে পুঁজ, কানের ভেতরে শো শো শব্দ সহ কানের ভেতরে দীর্ঘমেয়াদী নানা সমস্যা সৃষ্টি হতে পারে। জেনে নিন কানে পানি ঢুকলে কিভাবে বের করবেন।

কানে পানি ঢোকা মাত্রই যে কানে পানি ঢুকেছে সে দিকে মাথা কাত করে রাখুন। এরপর কানের লতি ধরে এমনভাবে টেনে রাখুন, যাতে কানের ভেতরের পানি বের হয়ে যেতে পারে।

এভাবে কানের ভেতরের পানি বের না হলে হাত দিয়ে কান এমনভাবে চেপে ধরুন যাতে বাইরের বাতাস কানের ভেতরে এবং ভেতরের বাতাস বাইরে বের হতে না পারে। এরপর মাথাটা এমনভাবে কাত করে রাখুন যাতে পানি বের হয়ে আসতে পারে।image_91505_0

তারপরও পানি বের না হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

কটন বাড দিয়ে বের করার চেষ্টা করবেন না। কটন বাড কানের পর্দার ক্ষতি করে। এছাড়া কানের ভেতরে তেল কিংবা কাঠি দিয়ে পানি বের করার চেষ্টা করবেন না। এতে সমস্যা কমে না, বরং কানের পর্দার ক্ষতির হওয়ার সম্ভবনা বেড়ে যায়।

 

 

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435 // 01670908547
ইমু 01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

★ পোস্ট ভাল লাগলে লাইক ★ শেয়ার করে পেইজে একটিভ থাকুন
Face Book page : ( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *