কানে শোঁ শোঁ

download (3)

ডাঃ এস.জামান পলাশ

 

কানে শোঁ শোঁ শব্দ হওয়া খুব বিরক্তিকর। এটি কোনো রোগ নয়, নানা রোগের উপসর্গ মাত্র। যেকোনো বয়সে এমন সমস্যা দেখা দিতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে তা ক্ষণস্থায়ী হয় এবং এমনিতেই সেরে যায়। কিন্তু স্থায়ী হলে বেশ যন্ত্রণাদায়ক। সময়মতো চিকিৎসা করালে এ অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়।
ডাক্তারি ভাষায় এ রোগের নাম টিনিসাস।
কারণ
শোঁ শোঁ শব্দ হওয়ার জন্য কানের নিজস্ব কিছু কারণ দায়ী। এমন কিছু কারণ-
* কানে ময়লা বা খৈল জমা হওয়া
* বহিঃকর্ণে কোনো বস্তু আটকে যাওয়া
* মধ্যকর্ণে পানি বা রক্ত জমাdownload (4)
* মধ্যকর্ণে প্রদাহ হলে
* ইউস্টেসিয়ান টিউব কোনো কারণে সরু হয়ে গেলে বা বন্ধ থাকলে
* কানের পর্দা ফেটে গেলে
* মধ্যকর্ণের অস্থিগুলো ঠিকমতো নড়াচড়া না করলে
* শ্রবণসংক্রান্ত স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে
* কানের জন্য ক্ষতিকর ওষুধ দীর্ঘদিন সেবন করলে
* মেনিয়ার্স ডিজিজ
* মধ্যকর্ণের টিউমার
* শ্রবণসংক্রান্ত স্নায়ুর টিউমার ইত্যাদি।
অন্যান্য কারণের মধ্যে অন্যতম হচ্ছে-
* বার্ধক্য
* রক্তশূন্যতা
* দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ
* রক্তনালিতে চর্বি জমা
* ভাইরাস সংক্রমণ
* খিঁচুনি
* মাইগ্রেন
* মানসিক অস্থিরতা ইত্যাদি।
কিছু কিছু ক্ষেত্রে এটা মানসিক কারণেও হতে পারে।
চিকিৎসা

দ্রুত হোমিও্প্যাথি চিকিৎসা নিন।

=======================================

ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435

ওয়েব সাইট –www.zamanhomeo.com
ব্লগ–https://zamanhomeo.com/blog

( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *