কিডনিজনিত জটিল রোগ হলে এলোপ্যাথিক ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে—

কিডনিজনিত জটিল রোগ হলে কী কী ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে—

১. ব্যথার ওষুধ: ব্যথার ওষুধ কিডনির রক্ত সরবরাহ কমায়, তাই সব ধরনের ব্যথার ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে।

২. চর্বি কমানোর ওষুধ: কিডনিজনিত জটিল রোগে যাঁরা ভুগছেন, তাঁদের চর্বি কমানোর ওষুধ খাওয়ার ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে। কারণ, চর্বি কমানোর ওষুধ কিডনির ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এ ক্ষেত্রে চর্বি কমানোর প্রাকৃতিক পদ্ধতি যেমন শসা, সবুজ শাকসবজি খাওয়া, কম চর্বিজাতীয় খাবার খাওয়ার অভ্যাস, প্রতিদিন হালকা ব্যায়াম, হাঁটার অভ্যাস করতে হবে এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে।

৩. গ্যাসের ওষুধ: বুক জ্বালাপোড়া বা গ্যাসের সমস্যা সর্বজনীন সমস্যার মধ্যে অন্যতম। এই সমস্যার সমাধান হিসেবে যে অ্যান্টাসিড বা ম্যাগনেশিয়াম–সংযুক্ত ওষুধ পাওয়া যায়, তা খাওয়া যাবে না। কারণ, তাতে শরীরে খনিজ লবণের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। এ জন্য কম মসলাজাতীয় খাবার, ভাজাপোড়া খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং সঠিক সময়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।