গর্ভাবস্থায় দুধ পানে শিশু লম্বা হয়

image_52704_0

মা গর্ভাবস্থায় দৈনিক দুধ পান করলে শিশু লম্বা হয়। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

এর আগে বিভিন্ন গবেষণায় দেখা যায়, গর্ভাবস্থায় মায়েরা দুধ পান করলে শিশুর ওজন বেশি হয় এবং খুব দ্রুত দৈহিক বৃদ্ধি হয়।

তবে নতুন এ গবেষণায় দেখা গেছে, মা গর্ভাবস্থায় দৈনিক দুধ পান করলে সন্তান প্রাপ্তবয়স্ক হলে গেলেও এর সুফল ভোগ করে। গবেষকদের মতে, মা দৈনিক কমপক্ষে ১৫০ মিলিলিটার দুধ পান করলে, শিশুর লম্বা হওয়ার প্রবণতা অনেক বাড়ে।

আইসল্যান্ড, ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের পুষ্টি বিশেষজ্ঞরা গবেষণাটি পরিচালনা করেন।

যেহেতু দুধ পানে নবজাতকেরা শারীরিকভাবে উপকৃত হয় সুতরাং প্রাপ্তবয়স্ক হলে মানুষ এর উপকার পাবে এমন ধারণা থেকেই গবেষণাটি শুরু হয়।

এ গবেষণার জন্য ডেনমার্কের পুষ্টি বিশেষজ্ঞরা ১৯৮৮ থেকে ১৯৮৯ সালের ৮০৯ জন গর্ভবতী মা এবং তাদের শিশুদের পর্যবেক্ষণ করেন। ২০ বছরেরও অধিক সময় ধরে ওইসব শিশুদের ওজন এবং দৈহিক উচ্চতা মাপা হয়।

গবেষণা প্রতিবেদনটি ইউরোপীয় জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশ করা হয়েছে।

==================================================
ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435
ওয়েব সাইট -www.zamanhomeo.com
ব্লগ–https://zamanhomeo.com/blog
ফেসবুক–https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *