চুরি করার ইচ্ছাতে হোমিওপ্যাথি।

আমার এই লিখাটা একটু আজব আজব লাগতে পারে,তবে সত্য।লেখার শুরুতে একটি ঘটনা দিয়ে শুরু করি-
আমার পরিচিত এক ছেলে আছে্, বয়স প্রায় ১৫/১৬ হতে পারে,বড় লোকেরই ছেলে।তাকে নিয়ে তার মা-বাবা খুবই সমস্যায় আছে। সমস্যাটি হল ছেলেটিকে নিয়ে কোথাও বা কোন বাড়িতে গেলে বা বেড়াতে গেলে ঐ বাড়ি থেকে জিনিস পত্র চুরি করে নিয়ে আসে।নেইলকাটার,কাচি,কলম এই ধরনের ছোট ছোট জিনিস।
যদি আমি বলি-উক্ত ছেলের চুরি করার ইচ্ছাটি এক ধরনের মানসিক রোগ তবে কি কথাটি ভুল হবে? না,আসলেই কথাটি সত্য-এটি এক ধরনের মানসিক রোগ। আমাদের হোমিওপ্যাথিতে এই ধরনের রোগের চিকিৎসা আছে।তাছাড়া সবারই মনে রাখা জরুরী হোমিওপ্যাথি রোগের নয়,রোগীর চিকিৎসা করে থাকে,সে ক্ষেত্রে শুধু শারীরিক লক্ষণ নয় মানসিক লক্ষণ গুলোকেও গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বিষয়টি আরো বিস্তারিত ভাবে লিখা যেত,তবে আমি আপাদৎ সংক্ষেপে লিখলাম।

পেশাদার চোর নয়,তবে চুরি করার ইচ্ছা বা প্রবনতা এই লক্ষণে হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ ঔষধ গুলো হচ্ছে—
আর্সেনিক,কষ্টিকাম,কেলি-কার্ব,লাইকো,নাক্স-ভমিকা,পালসেটিলা,সিপিয়া,স্ট্যাফিসেগ্রিয়া,স্ট্র্যামোনিয়াম,সালফার,ট্যারেন্টুলা অন্যতম

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435 ইমো 01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল

ইমেইল-dr.zaman.polash@gmail.com

ওয়েব সাইটwww.zamanhomeo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *