চোখের অঞ্জণীঃ হোমিওপ্যাথি চিকিৎসা

চিকিৎসা : প্রথম অবস্হায় ঠান্ডা পানির পুলটিস দিলেই আরোগ্য হয় ।এতে আরাম না হলে গরম সেক দিলেযন্ত্রনা অরাম হয় এবং ফাটিয়া দ্রুত আরোগ্য হয় ।আরোগ্য সহজসরল করার জন্য লক্ষণ বিবেচনায় নিচের ঔষধ প্রয়োজন হয় ।
*পালসেটিলা : পালসেটিলার চরিত্রগত রক্ষণধারী রোগীর রোগের প্রথম অবস্হায় প্রয়োগ করিলে সমুলে আরোগ্য হয় ।
*হিপার সাল্ফ : পালসেটিলা ব্যার্থ হলে  স্পর্শ কাতর বেদনা থাকলে উপযোগী ।এটি প্রয়োকে বেদনায় আরাম হয় ফেটে সহজেই নিরাময় হয় ।
*মার্কসল :--চোখের উপর পাতায় আক্রান্ত হলেহিপার সালফার পরও আরোগ্য না হলে বেদনাহীণ গুটিকা থাকলে জরুরী হয় ।
*স্ট্যাফিসেগ্রিয়া:–চোখের উপর পাতায় অঞ্জণী হলে,বারবার আক্রান্ত হলে,,নাপাকিয়া গুটিকাময় হয়ে থেকে গেলে স্ট্যাফিসেগ্রিয়া প্রয়োজন ।
থুজা অক্সিডেন্টাল :থুজার মানসিক লক্ষণের রোগীর স্ট্যাফিসেগ্রিয়া ব্যার্খ হলে থুজা রোগটি সম্পুর্ন আরোগ্য করিতে পারে ।
চোখের উপর পাতায় আঞ্জণী হলে হোমিওঔষধ: এলুমিনা,মার্কসল,কষ্টিকাম,এসিড ফস,ফসফরাস,সালফার ইত্যাদি লক্ষণভেধে  প্রভৃতি ঔষধ ব্যবহৃত হয় ।
চোখের নিচের পাতায় অঞ্জনী হলে হোমিও ঔষধ :ফসফরাস,রাসটক্স,সেনেগা লক্ষণভেধে  ব্যবহৃত হয় ।
বার বার চোখের অঞ্জণী হওয়া রোধে হোমিওপ্যাথিক ঔষধ :গ্রাফাইটিস,সাইলেসিয়া,স্ট্যাফিসেগ্রিয়া,মার্কসল এমন-কর্ব।,ক্যালকেরিয়া কার্ব,ফেরাম ফস,থুজা  লক্ষণভেদে ব্যবহার করিলে পু:আক্রমন রোধ হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *