জন্মের ২৪ ঘণ্টার মধ্যে ১০ লাখ শিশুর মৃত্যু

1618625_618835048188661_332100580_n
বিশ্বে প্রতি বছর ১০ লাখ নবজাতক শিশু জন্মের ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুবরণ করে। বৃটেনভিত্তিক দাতব্য সংস্থা সেইভ দ্য চিলড্রেন’র এক রিপোর্টে উদ্বেগজনক এ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ২০১২ সালের পরিসংখ্যান এটি। ওই বছর বিশ্বে ৬৬ লাখ শিশু ৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মৃত্যুবরণ করে। আর অধিকাংশ শিশুর মৃত্যু হয়েছিল প্রতিরোধযোগ্য অসুখ-বিসুখে। ওই রিপোর্টে বলা হয়েছে, প্রতিরোধযোগ্য অসুখে শিশু মৃত্যুহার প্রতিহত করা সম্ভব হলে, ২০১২ সালে ২০ লাখ শিশুকে বাঁচানো সম্ভব হতো। ১৯৯০ সালে এ সংখ্যা ছিল দ্বিগুন। সে বছর ১ কোটি ২৬ লাখ শিশুর মৃত্যু হয়। শিশু মৃত্যুহার অর্ধেকে নেমে এলেও, প্রকৃত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। শিশুর জন্মের পর প্রথমদিকে যে পরিচর্যা প্রয়োজন, তাতে শোচনীয়ভাবে ঘাটতি রয়েছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। সেইভ দ্য চিলড্রেনের রিপোর্টে বলা হয়, আমাদের আধুনিক বিশ্বে শিশু মৃত্যুহার অন্যতম লজ্জাজনক অধ্যায়। প্রতিদিন বিশ্বে ১৮ হাজার শিশু মৃত্যুবরণ করছে এবং তার বেশির ভাগই প্রতিরোধযোগ্য শারীরিক জটিলতায়। জরুরি ভিত্তিতে নবজাতকদের মৃত্যু ঠেকাতে এগিয়ে আসা অপরিহার্য বলে রিপোর্টে উল্লেখ করা হয়। ১৯৯০ সাল থেকে প্রতিষেধক বা টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা, উন্নত পুষ্টি নিশ্চিতকরণ ও শিশু চিকিৎসার উন্নতমানের কারণে শিশু মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব হয়েছে। তবে প্রকৃত লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *