ডায়াবেটিস রোগীর পাইলস হলে করণীয়

images

আমাদের দেশে বর্তমানে ডায়াবেটিস মহামারী আকারে দেখা দিয়েছে। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসই মূলত এর কারণ। ডায়াবেটিসের সঙ্গে বেড়েছে পায়ুপথের বিভিন্ন সমস্যাও। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ডায়াবেটিস রোগীর পায়ুপথের সমস্যা হলে যাদের ডায়াবেটিস নেই, তাদের একই ধরনের সমস্যা হবে কিনা। এ ক্ষেত্রে প্রথমেই বলে নেওয়া ভালো, ডায়াবেটিসে আক্রান্ত রোগী অন্যান্য রোগীর মতোই পায়ুপথের রোগ পাইলস, ফিস্টুলা, এনালফিসার, রেক্টাল পলিপ, ক্যানসারসহ অন্যান্য রোগ তো হয়ই, বরং কোনো কোনো ক্ষেত্রে সাধারণের চেয়ে তাদের বেশি হয়। তাই ডায়াবেটিস রোগীর পায়ুপথের এসব সমস্যা দেখা দিলে জটিলতার পরিমাণ তার অনেক বেশি।

ডায়াবেটিস রোগীর বেশি জটিলতার কারণ হলো, তাদের রক্তে দীর্ঘদিন চিনি বেশি থাকায় শরীরের বিভিন্ন অঙ্গ আগেই ক্ষতি হয়। এটি হওয়ার কারণ হলো, ডায়াবেটিস রোগীর রক্তে রোগ প্রতিরোধী যেসব শ্বেতকণিকা থাকে, এর কর্মক্ষমতা কমে যায়। এ কারণে রোগজীবাণু আক্রমণ করলে সহজে রোগ প্রতিরোধ করতে পারে না।
ডায়াবেটিস রোগীর রক্তনালি শুকিয়ে যায়। ফলে কোনো স্থানে ক্ষতের সৃষ্টি হলে রক্তকণিকা এসে ওই ক্ষত পূরণ করতে পারে না। আবার ডায়াবেটিস রোগীর স্নায়ুগুলোও শুকিয়ে যায়। এ কারণে সাধারণের মতো রোগী ব্যথা-বেদনাও উপলব্ধি করতে পারে না।11701199_951460048249713_1018425220115738017_n
পায়ুপথের বিভিন্ন রোগ পাইলস, ফিস্টুলা, এনালফিসার ইত্যাদি যখন ডায়াবেটিস রোগীর দেখা দেয়, তখন বিশেষ জটিলতা সৃষ্টি হতে পারে। মলদ্বারে অনেক জীবাণু থাকে। বলা যায়, মলদ্বার হলো জীবাণুর গোডাউন। পাইলস, ফিস্টুলা যখন জীবাণুর মাধ্যমে সংক্রমিত হয়, ডায়াবেটিস রোগীর ওই ইনফেকশন সহজে আর ভালো হতে চায় না। তবে এ ইনফেকশন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে তা দ্রুত পুরো দেহে ছড়িয়ে পড়ে। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এ আশঙ্কা বেশি। একই কারণে ডায়াবেটিস রোগীর অপারেশনেও অনেক জটিলতার সৃষ্টি হতে পারে। এসব রোগীর হার্ট, কিডনি, রক্তনালিতে কিছু না কিছু সমস্যা থাকেই। এ ছাড়া রক্ত চলাচলে সমস্যা ও ইনফেকশনজনিত ঝামেলা তো থাকেই। তাই অত্যন্ত সর্তকতার সঙ্গে এ ধরনের রোগীর অপারেশন করতে হয়। তা কেবল বিশেষজ্ঞ চিকিৎসকের পক্ষেই সম্ভব।
ডায়াবেটিস রোগীর পায়ুপথের কোনো সমস্যা হলে তা মোটেও অবহেলা করা উচিত নয়। কারণ এ থেকে সমস্যা জটিল থেকে আরও জটিলতর আকার ধারণ করার আশঙ্কা থাকে। আসুন, সমস্যা যখন সৃষ্টি হয়, তখনই তা নিরাময়ে চিকিৎসকের পরামর্শ নিই এবং সুস্থ থাকি।

চিকিৎসা= এ সমস্যার জন্য হোমিওপ্যাথ  চিকিৎসা,দ্রুত কোনো ভালো হোমিওপ্যাথ ডাক্তারের পরার্মশ নিন।

ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435 //01670908547

ওয়েব সাইট –www.zamanhomeo.com
ব্লগ–https://zamanhomeo.com/blog

( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *