পুরুষাঙ্গের উত্থান-জনিত সমস্যা

পুরুষাঙ্গের উত্থান-জনিত সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ইরেক্টাইল ডিজফাংশান বলা হয়। কোনও ব্যক্তির নিজের বা স্ত্রীর যৌন চাহিদা পূরণের উপযোগী পুরুষাঙ্গ উত্থানের বা তা বজায় রাখার অক্ষমতাকে পুরুষাঙ্গের উত্থান-জনিত সমস্যা বলা হয়। অধিকাংশ পুরুষেরই জীবনের কোনও না কোনও পর্যায়ে এ সমস্যার অভিজ্ঞতা হয়েছে এবং তা বেশ মন খারাপের কারণ। অনেক কারণেই এ অসুখ হতে পারে যার অধিকাংশই চিকিৎসা-যোগ্য, অনিবার্য পরিণতি নয়।

রোগটির ব্যাপকতা :
– প্রায় ৪২% এশিয়ান পুরুষ এ রোগে আক্রান্ত যারা চিকিৎসকের পরামর্শ নিতে খুবই বিব্রত বোধ করেন।
– বয়স বাড়ার সাথে সাথে এ রোগে আক্রান্তের সংখ্যাও বাড়তে থাকে।

কারণ :
১. ডায়াবেটিস
২. কিডনির রোগ
৩. মাদকাসক্তি
৪. উচ্চ রক্তচাপ
৫. রক্তনালীর সমস্যার রোগী
৬. মানসিক রোগ
৭. যকৃতের রোগ
৮. হার্টের রোগ
৯. ধূমপান
১০. স্ত্রীর সাথে আন্তরিকতার অভাব
১১. উচ্চ রক্তচাপের ওষুধ, মানসিক চাপ কমানোর ওষুধ, এলার্জির ওষুধ, গ্যাস্ট্রিক ও এসিড কমানোর ওষুধ।

কি কি পরীক্ষা-নিরীক্ষা করা হয়?
১. রক্তে হিমোগ্লোবিনের মাত্রা
২. রক্তে টেস্টোস্টেরনের মাত্রা
৩. রক্তে প্রোল্যাকটিনের মাত্রা
৪. রক্তে চর্বির মাত্রা
৫. রক্তে সুগারের মাত্রা
৬. রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা
৭. রক্তে থাইরয়েড হরমোনের মাত্রা
৮. প্রস্রাব পরীক্ষা
৯. ডুপ্লেক্স আল্ট্রাসাউণ্ড (রক্ত সরবরাহ এর সমস্যা আছে কিনা তা নিশ্চিত হতে)

কিভাবে চিকিৎসা করা হয়?

দ্রুত বীর্যপাত এ হোমিওপ্যাথি চিকিৎসা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *