পেটে যদি ব্যথা হয়

o-STOMACH-ACHE-facebookডাঃ এস.জামান পলাশ
বেশির ভাগ ক্ষেত্রে পেটব্যথা সাধারণ ও সাময়িক, তবে কিছু ক্ষেত্রে এটি মারাত্মক রোগের উপসর্গ।

পেটে ব্যথা হয়নি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। খাবারের গোলমালে পেটের ভেতর গুড়গুড় শব্দ, চিনচিনে ব্যথা খুব সাধারণ ঘটনা। পেটব্যথার বেশির ভাগ কারণই সাময়িক ও সাধারণ। ঠিকমতো চিকিৎসা করালে সহজেই ভালো হয়ে যায়। তবে পেটব্যথা মারাত্মক কিছু রোগের লক্ষণ হিসেবেও বিবেচনা করা হয়।
পেটব্যথার কারণ
* বদহজম
* কোষ্ঠকাঠিন্য
* পাকস্থলীতে ভাইরাস সংক্রমণ
* ঋতুস্রাব
* খাদ্যে বিষক্রিয়া
* খাবারে অ্যালার্জি
* গ্যাস
* ল্যাকটোজ ইনটলারেন্সGastric-41
* পরিপাকতন্ত্রে আলসার
* কটিদেশে প্রদাহজনিত ব্যথা
* হার্নিয়া
* পিত্তথলিতে পাথর
* কিডনিতে পাথর
* ইউরিন ইনফেকশন
* ক্রনস ডিজিজ
* এন্ডোমেট্রিওসিস (মেয়েদের)
* গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি
* অ্যাপেন্ডিসাইটিস
* খাদ্যনালিতে ক্যান্সার
* ব্যথানাশক ওষুধ সেবন
* লিভারের প্রদাহ
* খাদ্যনালিতে অবস্ট্রাকশন
* পেটে কৃমি (বাচ্চাদের ক্ষেত্রে অন্যতম কারণ)।
আবার কোনো কারণ ছাড়াও কিন্তু পেটব্যথা হতে পারে। একে বলে ফাংশনাল বাওল ডিসঅর্ডার। এটি যে কারো হতে পারে। তবে অপ্রাপ্তবয়স্ক ও মধ্যবয়স্কদের পেটব্যথার সমস্যা বেশি হয়।
কখন পেটব্যথার চিকিৎসা প্রয়োজন
আগেই বলা হয়েছে, পেটব্যথার বেশির ভাগ কারণ সাধারণ ও সাময়িক। কিন্তু কিছু ক্ষেত্রে পেটব্যথা মারাত্মক কিছু জটিলতা থেকেও হতে পারে। যদি পেটব্যথার সঙ্গে নিচের লক্ষণগুলো থাকে, তবে গুরুত্ব দিয়ে চিকিৎসা করাতে হবে।
* জ্বর থাকলে
* পেটের ব্যথা খুব তীব্র হলে
* কয়েক দিন ধরে খেতে অসুবিধা বোধ করলে
* কয়েক দিন পায়খানা না হলে
* জ্বালাপোড়াযুক্ত প্রস্রাব হলে
* বারবার প্রস্রাব হলেimage_26482_0
* পেটে চাপ দিলে ব্যথা অনুভূত হলে
* ব্যথা একনাগাড়ে কয়েক দিন থাকলে
নিচের লক্ষণগুলো দেখা গেলে দেরি না করে হাসপাতালে যেতে হবে
* রক্তবমি হলে
* পায়খানায় রক্ত গেলে
* শ্বাস নিতে অসুবিধাবোধ হলে
* গর্ভকালীন পেটে তীব্র ব্যথা হলে।
ডাক্তারকে জানান
রোগ নির্ণয়ের সুবিধার্থে পেটব্যথাসংশ্লিষ্ট কিছু বিষয় চিকিৎসককে জানানো জরুরি। যেমন-
* ব্যথা পেটজুড়ে হচ্ছে নাকি বিশেষ কোনো স্থানে হচ্ছে
* ব্যথা তীব্র, মাঝারি, না স্বল্পমাত্রার
* ব্যথা কখন হয়? সকালে, রাতে, নাকি সব সময়?
* কোনো বিশেষ খাবার খেলে ব্যথা শুরু হয় কি? কী করলে ব্যথা কমে যায়?
* পেটব্যথার সঙ্গে কোমর, কাঁধ বা কুচকির কোনোখানে ব্যথা হয় কি না
* ঋতুস্রাবকালে ব্যথা বাড়ে কি না
* কোনো ওষুধ সেবন করছেন কি না
* সম্প্রতি গর্ভধারণ করেছেন কি না
* সম্প্রতি শরীরে আঘাত পেয়েছেন
কি না
* একপাশে শুয়ে থাকলে বা খাবার খেলে ব্যথা কমে কি না।
চিকিৎসা
পেটব্যথার চিকিৎসা নির্ভর করে এর কারণের ওপর। সাময়িক কারণে পেটব্যথা হলে সাধারণত কোনো চিকিৎসা ছাড়াই ভালো হতে পারে। হোমিওপ্যাথি চিকিৎসা নেয়াই উত্তমঅ

====================================================

ওয়েব সাইট –www.zamanhomeo.com
ব্লগ–https://zamanhomeo.com/blog

( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *