প্রেসক্রিপশন * জণ্ডিস কোনো রোগ নয়, রোগের লক্ষণ মাত্র

নীরব-ঘাতক-হেপাটাইটিস-বি-ভাইরাস-2-300x203ডাঃ এস.জামান পলাশ

ডাক্তারি ভাষায় জণ্ডিস কোনো রোগ নয়, রোগের লক্ষণ। কোনো কারণে পিত্তরস যথারীতি অন্ত্রে প্রবেশ করতে না পারলে রক্তের সঙ্গে মিশ্রিত হয় এবং চোখ, মুখ, হাত, পা, নখসহ পুরো শরীর হলুদ বর্ণ ধারণ করলে একে জণ্ডিস বলে। অনিয়মিত জীবনযাপন, মানসিক উদ্বেগ, অতিমাত্রায় কুইনাইন সেবন, দূষিত পানি পান, পিত্তপাথুরিতে ভোগা ইত্যাদি কারণে জণ্ডিস হতে পারে। অধিক মাত্রায় রক্তের লোহিত কণিকা ভাঙলে অধিক পরিমাণ বিলিরুবিন তৈরি হয়। লিভারও অধিক মাত্রায় বিলিরুবিন নিঃসরণ ঘটায়। এই লিভার প্রয়োজনীয় বিলিরুবিন নিঃসরণের পরও যদি অতিরিক্ত বিলিরুবিন তৈরি হয়, তখন জণ্ডিস আকারে দেখা যায়। হেপাটাইটিস ভাইরাস আক্রান্ত হলে Hepatocellular জণ্ডিস হতে পারে। এ ছাড়া বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণের ফলে লিভার কোষগুলো ধ্বংস হতে পারে এবং পিত্তরঞ্জক সৃষ্টির ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে ওই পিত্ত রক্ত স্রোতে মিশে জণ্ডিসের সৃষ্টি হয়। এ রোগে ভীতি বা বাড়ানোর কিছু নেই। একজন হোমিওপ্যাথি ডাক্তারের পরামশ নিন।

===========================

ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435
ওয়েব সাইট –www.zamanhomeo.com
ব্লগ–https://zamanhomeo.com/blog
ফেসবুক–https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *