ফর্সা নারীর স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি

1013453_548045595232583_812945396_n

স্তন ক্যান্সার যেন এক আতঙ্কের নাম। আর দিনকে দিন বেড়েই চলেছে এই ভয়াবহ রোগে আক্রান্ত হবার ভয়। গবেষণাও চলছে অনেক। আসছে নিত্যনতুন ফলাফল। এই যেমন নতুন একটি গবেষণা বলছে নারীর জীবনযাত্রাও স্তন ক্যান্সার হবার ক্ষেত্রে বেশ খানিকটা প্রভাব বয়ে এনে থাকে। গবেষণাটি আরো একটি তথ্য যোগ করেছে। সেটি হলো ফর্সা নারীদের সাধারণত শ্যামলা বা দক্ষিণ এশিয়ার নারীদের থেকে স্তন ক্যান্সারে আক্রান্ত হবার প্রবণতা একটু বেশি দেখা যায়। তবে এই স্তন ক্যান্সারের পরিমাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলে নারীর জীবন যাপন ও খাবারের অভ্যাস এবং কতগুলো সন্তান আছে সেটা।

ব্রিটিশ জার্নাল অব ক্যান্সারে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষকদল। এই গবেষণা থেকে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার নারীদের অন্যান্য নারীদের চেয়ে ১৮ শতাংশ কম স্তন ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি থাকে। আর যেসব নারীর গায়ের রঙ কালো তাদের রয়েছে ১৫ শতাংশ কম ঝুঁকি।524761_631687610194683_832030173_n

গবেষণাটি আরো শোনাচ্ছে যেসব নারীদের বেশি সন্তান থাকে এবং যদি তারা অনেকদিন ধরে সন্তানদের স্তনপান করান তাহলে তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমে যায় অনেকটা।

স্তন ক্যান্সার নিয়ে পরিচালিত এই গবেষণার প্রধান গবেষক তোরাল গাথানি বলেন ‘সব নারীর জন্যই স্তনক্যান্সারের জন্য যেসব রিস্ক ফ্যাক্টর আছে সেসব ভালোভাবে জানা দরকার। ওবেসিটি, বেশি বেশি অ্যালকোহল গ্রহণ এসব বাড়িয়ে দিতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি। তাই নারীরা এসব বিষয় নিয়ন্ত্রণে রেখে কমিয়ে দিতে পারেন নিজেদের স্তন ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকি।’

আর হ্যা, স্তন ক্যান্সারের ব্যাপারে আর একটি দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেই হবে। সেটা হলো স্তনে যেকোন ধরনের পরিবর্তন যেমন এর আকার, নিপল বা ত্বকে পরিবর্তন দেখলে সাথে সাথে ডাক্তারের কাছে যান। হয়তো সব ক্ষেত্রে ক্যান্সারই বের হয়ে আসবে এমনটা নয়। তবে কোনো সমস্যার শুরু হয়ে থাকলেও সেটা শুরুতেই সমাধান করা সহজ হবে। যত দ্রুত সমস্যাটা টের পাবেন তত দ্রুত ব্যবস্থা নিলেই সহজ হবে সমাধান করা।

সূত্র: গার্ডিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *