বন্ধ্যাত্ব কি বা কেন হয় ?

248330_594041290614916_588988665_n

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ

: যখন কোন সক্ষম দম্পত্তি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে একসাথে থাকার পরও একবছর এবং এর বেশি সময় সহবাস করা সত্ত্বেও সন্তান জন্মদানে ব্যর্থ হয়,তখন সেই দম্পত্তিকে ‘বন্ধ্যা’ এবং দম্পত্তির এই অব¯’াকে বন্ধ্যাত্ব বলে। বন্ধ্যাত্ব শুধুমাত্র সবসময় নারীদের সমস্যা নয়। নারী পুরুষ উভয়ের সমস্যাই বন্ধ্যাত্বের কারণ হতে পারে। এই বন্ধ্যাত্ব পুরুষ অথবা মহিলা অথবা উভয়ের কারণে হতে পারে।

বন্ধ্যাত্বের প্রকারভেদ
১.প্রাথমিক বন্ধ্যাত্ব

যখন কোন মহিলার কখনই গর্ভসঞ্চার হয়নি

২.সেকেন্ডারী বা অর্জিত বন্ধ্যাত্ব

অতীতে কখনও গর্ভ সঞ্চার হয়েছিল কিš‘ পরে দম্পত্তি বিগত এক বছর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে এক সাথে থাকার পরও গর্ভ ধারণে সক্ষম হননি

পুরুষের ক্ষেত্রে বন্ধ্যাত্বের কারণসমূহ944826_10151778055268344_70081211_n
শুক্রাণু কম উৎপন্ন হলে
শুক্রাণু পুরোমাত্রায় নির্দিষ্ট বেগে গতিশীল না হলে
স্পার্ম বা শুক্রাণুর আকৃতী স্বাভাবিক না হলে
যৌনবাহিত রোগের কারণে স্পার্ম বা শুক্রাণুর সংখ্যা ও গতিশীলতা কমে গেলে
বয়সজনিত কারণে শুক্রাণুর সংখ্যা কমে গেলে
কিছু বিশেষ ওষুধ সেবন এবং রাসায়নিক দ্রব্যের প্রভাবে অন্ডকোষের কর্মক্ষমতা কমে গেলে
অন্ডকোষে আঘাত লাগলে
রেডিয়েশন বা বিকিরণের জন্যেও শুক্রাণুর উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে গেলে
পিটুইটারী গ্রšি’র কোন সমস্যা হলে
থাইরয়েড হরমোনের তারতম্য হলে
বহুমূত্র রোগ বা উ”চরক্তচাপ থাকলে
অন্ডকোষের পুং হরমোন তৈরির কোষ লেডিগ সেল এবং শুক্রাণু তৈরির কোষ সারটোলি সেলের ত্র“টি থাকলে
কোন সংক্রমণ বা আঘাতের ফলে শুক্রাণু বের হবার পথ বন্ধ হয়ে গেলে
উশৃঙ্খল জীবনযাপন, ধূমপান, মদ্যপান করলে
পর্যাপ্ত বিশ্রামের অভাব হলে
গরমে এক নাগাড়ে কাজ করলে, টাইট আন্ডারওয়্যার পড়লে
মানসিক চাপ, দুশ্চিন্তা করলে
নিয়মিত বিষন্নতার ওষুধ সেবন করলে
অতিরিক্ত ওজন হলে1618625_618835048188661_332100580_n

নারীর ক্ষেত্রে বন্ধ্যাত্বের কারণ সমূহ
ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের না হলে বা বের হলেও তাদের আকৃতী স্বাভাবিক না হলে
ডিম্বাণু নি:সরণের আগে ও পরে কিছু কিছু হরমোন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নি:সৃত না হলে
ডিম্বনালীর গঠনে সমস্যা থাকলে
জরায়ুর মধ্যের আস্তরণ জরায়ুর ভিতরের অংশ ছেড়ে ডিম্বনালী, ডিম্বাশয় বা জরায়ুর পিছন দিকে ছড়িয়ে গেলে
যৌনাঙ্গে যক্ষা হলে
জরায়ুতে টিউমার হলে
জন্মগতভাবে জরায়ুতে ত্র“টি থাকলে
অকালে রজ:নিবৃত্তি বা মেনোপজ হলে
যোনির মুখপথে সমস্যা থাকলে
ডায়াবেটিস বা বহুমূত্র রোগ থাকলে
পিটুইটারী গ্রšি’র কোন সমস্যা হলে
থাইরয়েড হরমোনের তারতম্য হলে
বহুমূত্র রোগ বা উ”চরক্তচাপ থাকলে
কোন সংক্রমণ বা আঘাতের ফলে শুক্রাণু বের হবার পথ বন্ধ হয়ে গেলে
উশৃঙ্খল জীবনযাপন, ধূমপান, মদ্যপান করলে
পর্যাপ্ত বিশ্রামের অভাব হলে
নিয়মিত বিষন্নতার ওষুধ সেবন করলে
অতিরিক্ত ওজন হলে

বন্ধ্যাত্বের যৌথকারণ1779938_684770044898226_167079451_n
সঠিক পদ্ধতিতে সহবাস এবং উর্বর সময়ে সহবাস করার জ্ঞানের অভাব
মারাত্মক পুষ্টিহীণতার কারণে অনেক সময় গর্ভসঞ্চার হয় না

বন্ধ্যাত্বের কারণ নির্ণয়ে পরীক্ষা
স্বামী ও স্ত্রী উভয়ের রক্ত পরীক্ষা, স্বামীর বীর্য পরীক্ষা করা,স্ত্রী ডিম্বাণু তৈরি ও নি:সরণ হ”েছ কিনা তা পরীক্ষা করা জরায়ু এবং ডিম্বনালী পরীক্ষা করা জরায়ুর ভিতরের স্তরের ঝিল্লি পরীক্ষা করা স্বামী ও স্ত্রীর হরমোন পরীক্ষা করা

চিকিৎসার জন্য যোগাযোগ
একজন ভালো হোমিওপ্যাথ চিকিৎসকের পরার্শ নিন

কি কি ধরনের চিকিৎসা আছে :
বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য প্রথমে কি কারণে বন্ধ্যাত্ব হ”েছ এবং কার কারণে (স্বামী/স্ত্রী) বন্ধ্যাত্বের সমস্যা হ”েছ তা নির্ণয় করা হয়। কারণের উপর ভিত্তি করে চিকিৎসা শুরু করা হয়।

==========================================

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল

মুক্তিযোদ্ধা মার্কেট,চাঁদপুর

01711-943435 //01919-943435
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল

★ পোস্ট ভাল লাগলে লাইক ★ শেয়ার করে পেইজে একটিভ থাকুন
Face Book page : ( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *