বাতজ্বর কি?এ রোগের কারণ—–লক্ষণসমূহ :

1 copy
বাতজ্বর কি?
—————————-
রিউম্যাটিক ফিভার বা বাতজ্বর একটি মারাত্মক প্রদাহজনিত রোগ, যা গ্রুপ-এ স্ট্রেপটোকক্কাস নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। সাধারণত ৫ থেকে ১৫ বছর বয়সের শিশুদের মধ্যে এ রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। কেবল ২০% ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের মধ্যে হতে পারে। রিউম্যাটিক ফিভার বা বাতজ্বরের লক্ষণ বাতরোগের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে এ রকম নামকরণ করা হয়েছে।

এ রোগের কারণ—–

সাধারণত স্ট্রেপটোকক্কাস বিটা হিমোলাইটিকাস নামক শক্তিশালী ব্যাকটেরিয়া দ্বারা টনসিল ও মুখগহ্বরের প্রদাহ হলে এবং সঠিক চিকিৎসা না করলে সেখান থেকে ২-৩ সপ্তাহ পর শরীরের বিভিন্ন গিরা এবং হৃৎপিণ্ডে প্রদাহ শুরু হয়। এ রোগ দুইভাবে শিশুদের সংক্রমণ করে থাকে।
১. স্বল্পমেয়াদী বাতজ্বর (অপঁঃব জযবঁসধঃরপ ঋবাবৎ)
২. দীর্ঘ মেয়াদী বাতজ্বর সংক্রান্ত হৃদরোগ (ঈযৎড়হরপ জযবঁসধঃরপ ঐবধৎঃ উরংবধংব)

স্বল্পমেয়াদী বাতজ্বর
——————–
লক্ষণসমূহ :

* হৃদপি- প্রদাহ, বুক ব্যথা, বুক ধড়ফড় করা, অস্থিরতা। সাধারণত শরীরের বড় সন্ধিগুলোতে যেমন : গোড়ালি, জানুসন্ধি, কবজি, কনুই, চোয়ালে ব্যথাসহ লাল ও ফোলা দেখা যায়। অন্যতম লক্ষণ হলো ব্যথা সরে সরে যায় অর্থাৎ একবার হাঁটুতে ব্যথা হয় আবার ১ দিন পর দেখা গেল কবজিতেÑএভাবে একেক সময় একেক স্থানে ব্যথা করে।
* সর্বদা অথবা মাঝে মাঝে জ্বর হয়, সেই সঙ্গে শরীর ঘেমে যায়।
* গপলায় এবং হাতে-পায়ে র‌্যাশ বের হয়।
* হাঁটু, কনুই, স্ক্যাপুলাতে ব্যথামুক্ত রিউম্যাটিক নডিউল হয়।
* শরীরে জ্বর ওঠে এবং গলার ভেতর ব্যথা করে।
* হাত-পায়ের আঙ্গুল বা অস্থিসন্ধিতে ব্যথা হয় এবং কখনও কখনও ফুলে ওঠে।
* বুকের বামপাশে বা বাম স্থানের নিচে হাল্কা ব্যথা অনুভূত হয়।
* হাড়ের একটি জোড়ার ব্যথা বা ফোলা কমলে অন্যটি আক্রান্ত হয়। বিশেষ করে হাত-পা, হাঁটু, কনুই, কবজি, আঙ্গুলের জোড়া ইত্যাদি।
* রোগী মানসিকভাবে দুর্বল ও শারীরিক ব্যথা অনুভব করে।
* জিহ্বা ও শরীরের মাংসপেশিতে কালো কালো দাগ দেখা যায়।

প্রভাষক.ডাঃ এস.জামান পলাশ
জামান হোমিও হল
01711-943435 //01670908547
চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
ওয়েব সাইট –www.zamanhomeo.com

( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *