ব্যাংকের কিস্তি দেওয়া অবস্থায় মৃত্যু হইলে চিরস্থায়ী জাহান্নাম

যাহারা  ব্যাংক  থেকে  সুদে  ঋণ  নিয়া  বাড়ি-গাড়ি-কলকারখানা  তৈরী  করিয়াছেন,  তাহাদেরকে  প্রথমে  বাড়ি-গাড়ি-কলকারখানা  বিক্রি  করিয়া  ব্যাংকের  ঋণ  পরিশোধ  করিতে  হইবে ।  তাহার  পরে  তওবাহ  করিলে  আল্লাহ  আপনাকে  ক্ষমা  করিয়া  দিবেন ।  যাহারা  প্রতি  মাসে  ব্যাংকের  সুদের  কিস্তি  পরিশোধ  করিতেছেন  আবার  তওবাও  করিতেছেন,  আল্লাহ  তাহাদের  তাওবাহ  কবুল  করিবেন  না ।  এই  অবস্থায়  আপনার  মৃত্যু  হইলে  আপনি  সুদ  লেনদেনকারী  হিসাবেই  গণ্য  হইবেন   এবং  কোরআনের  ঘোষণা  অনুযায়ী  আপনার  পরিণতি  হইবে  চিরস্থায়ী  জাহান্নাম ।

মূল –  আল্লামা  ইমরান  নজর  হোসেন

অনুবাদ – বশীর  মাহমুদ  ইলিয়াস